আমেরিকার আকাশে চিনা স্পাই বেলুন নিয়ে এবার সরাসরি চিনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকা-কানাডার আকশে চারটি স্পাই বেলুন মিসাইল ছুঁড়ে ধ্বংস করে মার্কিন সেনা। তা নিয়ে বাইডেন বলেন, ‘স্পাই বেলুন ধ্বংস করার জন্য আমি মোটেও ক্ষমাপ্রার্থী নই। আমরা সর্বদা আমেরিকার নাগরিকদের সুরক্ষা ও প্রতিরক্ষার দিক নিয়ে ভাবনাচিন্তা করি এবং সেই অনুযায়ীই পদক্ষেপ করি’।
প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আমেরিকার আকাশে হঠাৎ করে কোন বস্তু এভাবে এর আগে দেখা যায় নি। তিনটি বেলুন মিসাইল ছুঁড়ে নামানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র চরম সতর্কতা অবলম্বন করেছে। চিনা বেলুন দেখার পর মার্কিন সামরিক বাহিনী আমেরিকার আকাশসীমা নিবিড়ভাবে পরীক্ষা করেছে। বিডেন আরও বলেছিলেন যে সেই বেলুনগুলি গুলি করার জন্য আমার কোনও অনুশোচনা নেই। এ বিষয়ে আমি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলতে চাই।
চিনা স্পাই বেলুন নিয়ে তোলপাড় আন্তর্জাতিক রাজনীতি। আমেরিকার আকাশে চিনা স্পাই বেলুনের দেখা মেলা এবং তারপরে তা মিসাইল ছুড়ে ধ্বংস করার পর থেকেই দুই দেশের মধ্যে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। এবার এই বিষয় নিয়ে সরাসরি কথা বলতে চলেছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান।
বাইডেন বলেছেন, বেলুনের ঘটনা নিয়ে তিনি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, "আমরা ঠাণ্ডা যুদ্ধ চাইনা। চিনের সঙ্গে কূটনৈতিকভাবে বিষয়টি মেটাতে চাই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে তিনি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন। তিনি আরও বলেন, আমরা চিনের সঙ্গে নতুন করে ঠান্ডা যুদ্ধ চাই না।
আমেরিকা ও কানাডার আকাশে রহস্যজনক উড়ন্ত বস্তু নিয়ে বিতর্ক এখনও চলছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন গোয়েন্দা সংস্থার কাছেও এমন কোন তথ্য নেই যে মিসাইল ছুঁড়ে নামানো উড়ন্ত বস্তু গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যেই মার্কিন আকাশে পাঠানো হয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আরও বলেছেন যে তিনি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলতে চান। তিনি বলেন, আমরা চিনের সঙ্গে নতুন করে ঠাণ্ডা যুদ্ধ চাই না। আমরা চিনের সঙ্গে আলোচনা চালিয়ে যাব। পাশাপাশি তিনি বলেন, ভবিষ্যতে গুপ্তচর বেলুনগুলির উপর গভীর নজর রাখবে মার্কিন প্রশাসন।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, "কোন ভুল সিদ্ধান্ত নেবেন না। যদি কোন উড়ন্ত বস্তু আমেরিকান জনগণের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, আমি মুহূর্তেই তা ধ্বংস করে দেব। আমরা দেশের নাগরিকদের নিরাপত্তার জন্য এ ধরনের সিদ্ধান্ত নিতে পিছপা হব না"।