Advertisment

‘২০ কোটি নয়, ২০০ কোটি! না দিলেই মৃত্যু অবধারিত’! তোলপাড় ফেলা হুমকি ইমেল মুকেশ আম্বানিকে

দ্বিতীয়বার টাকার অঙ্ক বেড়ে দাঁড়ায় ২০০ কোটিতে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mukesh Ambani death threat, Mukesh Ambani, maharashtra police, mumbai police

‘২০ কোটি নয়, ২০০ কোটি! না দিলেই মৃত্যু অবধারিত’! তোলপাড় ফেলা হুমকি মেল মুকেশ আম্বানিকে

প্রথমে ২০ কোটি চেয়ে হুমকি। তার রেশ কাটতেই না কাটতেই ফের খুনের হুমকি জিও কর্তা মুকেশ আম্বানি। এবার অঙ্কটা ২০০ কোটি। আর এই ইমেল আসতেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দেশের তাবড় শিল্পপতিকে ২ বার প্রাণনাশের হুমকি ঘিরে তদন্তে নেমেছে পুলিশ।

Advertisment

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানিকে ফের প্রাণনাশের হুমকি।  মুকেশ আম্বানি একটি ইমেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়েছেন, যাতে ২০০ কোটি টাকা দাবি করা হয়েছে। টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে শিল্পপতিকে।

এর আগে ২০ কোটি টাকা দাবি করে একটি ইমেল আসে মুকেশ আম্বানির কাছে। কিন্তু এখন তিনি এই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২০০ কোটি।  মুকেশ আম্বানিকে ইমেলের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে, যাতে বলা হয়েছে টাকা না দিলে তাকে খুন করা হবে। সূত্রের খবর, গত ২৭ অক্টোবর মুকেশ আম্বানিকে ইমেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।  উল্লেখ্য, মুকেশ আম্বানি এর আগেও প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। এবার ইমেলে প্রথমবার 20 কোটি টাকা দাবি করা হলেও। দ্বিতীয়বার টাকার অঙ্ক বেড়ে দাঁড়ায় ২০০ কোটিতে।

সূত্রের খবর, এবার একই ইমেল অ্যাকাউন্ট থেকে মুকেশ আম্বানির মেল আইডিতে মেল পাঠানো হয়। এই ইমেলে লেখা ছিল, 'আপনি এখনও আমাদের ইমেলের জবাব দেননি, এবার টাকার পরিমাণ ২০০ কোটি টাকা, অন্যথায় মৃত্যু অবধারিত’।

প্রথম ইমেইলে লেখা ছিল, 'আপনি যদি আমাদের ২০ কোটি টাকা না দেন, আমরা আপনাকে হত্যা করব। আমাদের ভারতে সেরা শুটার আছে’। ইমেলটি পাওয়ার পরে, মুকেশ আম্বানির নিরাপত্তা ইনচার্জের অভিযোগের ভিত্তিতে, পুলিশ আইপিসির 287 এবং 506 (2) ধারায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।

Mukesh Ambani
Advertisment