বাংলাদেশে এনআরসি সংশয় কাটাতে উদ্যত হল ভারত। ‘‘বাংলাদেশে এনআরসি-র কোনও প্রভাব পড়বে না’, ঢাকার মাটিতে দাঁড়িয়ে এ ভাষাতেই হাসিনা সরকারকে আশ্বস্ত করলেন ভারতীয় বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। দু’দিনের বাংলাদেশ সফরে গিয়ে সোমবার ঢাকায় একটি সেমিনারে যোগ দিয়ে এনআরসি নিয়ে মুখ খোলেন ভারতীয় বিদেশ সচিব।
এ প্রসঙ্গে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘‘একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এনআরসি প্রক্রিয়া ভারতের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ সরকার ও বাংলাদেশবাসীর উপর এর কোনও প্রভাব পড়বে না। আপনাদের আশ্বস্ত করছি আমরা’’।
আরও পড়ুন: ভারতে করোনা থাবা: দিল্লি-তেলঙ্গানায় রোগীর শরীরে মিলল মারণ জীবাণু
উল্লেখ্য, সিএএ ও এনআরসি ইস্যুতে প্রভাব পড়েছে ভারত-বাংলাদেশ সম্পর্কে। সিএএ পাসের পর চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশের দুই মন্ত্রীর ভারত সফর শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেষ হাসিনা বলেছিলেন, ‘‘এটা (সিএএ-এনআরসি) ভারতের অভ্যন্তরীণ বিষয় ঠিকই, তবে এটার প্রয়োজন ছিল না’’। গল্ফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছিলেন, সিএএ পাস করার উদ্দেশ্য তিনি জানেন না। এই প্রেক্ষিতে বিদেশসচিবের বাংলাদেশ সফর উল্লেখযোগ্য বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।
দিল্লিতে হিংসার আবহেই শ্রীংলার বাংলাদেশ সফর উল্লেখযোগ্য ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে মোদীর সফর নিয়ে আলোচনাই শ্রিংলার প্রধান বিষয় ছিল বলে জানা যাচ্ছে। মোদীর সফরের আগে বাংলাদেশে এনআরসি নিয়ে শ্রিংলার আশ্বাসবাণী তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী ১৭ মার্চ এই অনুষ্ঠান রয়েছে। ওই অনুষ্ঠানে সম্ভবত থাকার কথা প্রধানমন্ত্রী, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন