কেন্দ্রীয় নারী এবং শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী জানিয়েছেন স্ত্রীকে পরিত্যাগ করার জন্য ৪৫ জন অনাবাসী ভারতীয়ের পাসপোর্ট বাতিল করা হয়েছে।
যে সমস্ত অনাবাসী ভারতীয় স্ত্রীকে পরিত্যাগ করে পলাতক, তাদের খুঁজে বের করার বিজ্ঞপ্তি জারি করেছে দ্য ইন্টিগ্রেটেড নোডাল এজেন্সি। এই সংস্থার চেয়ারম্যানের পদে রয়েছেন কেন্দ্রীয় নারী এবং শিশুকল্যাণ মন্ত্রকের সচিব রাকেশ শ্রীবাস্তব। ৪৫টি পাসপোর্ট ইতিমধ্যে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মানেকা গান্ধী।
আরও পড়ুন, “আমি যোগ্য নই, কাশ্মীর সমস্যা মেটাতে পারলে তবেই নোবেল”
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, যে সমস্ত অনাবাসী ভারতীয় স্বামী তাদের হয়েছেন তাঁদের জন্য রাজ্যসভায় বিল পাশ করা হয়েছে। সঙ্গে এও জানিয়েছেন লোকসভায় থমকে রয়েছে সেই বিল।
ফৌজদারি কার্যবিধি সংশোধনী আইন, ১৯৭৩, পাসপোর্ট সংশোধনী আইন ১৯৬৭ এবং অনাবাসী ভারতীয়ের বিবাহের নথিভুক্তিকরণ এই তিন ধরণের আইন বিবাচনা করেই নতুন বিলটি পাশ করা হয়েছিল রাজ্যসভায়।
সংশোধিত বিল লোকসভায় পাশ হলে নতুন আইন অনুযায়ী অনাবাসী ভারতীয় যদি স্ত্রীকে পরিত্যাগ করে পলাতক হন, স্বামীর নামে বিদেশ মন্ত্রকের ওয়েবসাইটে জারি করা হবে শমন। এই প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন, “অনলাইনে শমন জারি করার পরামর্শ দিয়েছেন স্বয়ং বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। কারণ অনাবাসী ভারতীয়দের ক্ষেত্রে বিদেশি দূতাবাসের কাছে ব্যক্তির ঠিকানা সংক্রান্ত তথ্য নাও থাকতে পারে। এবং ব্যক্তি ঘনঘন ঠিকানা বদল করতেও পারেন। অনলাইনে শমন জারি করা হলে তৎক্ষণাৎ তাঁর পাসপোর্ট বাতিল করে দিতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ব্যক্তি আদালতে হাজিরা না দিলে ভারতে ওই ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। বিয়ের ক্ষেত্রে ১৫ দিনের মধ্যে তা নথিভুক্ত না করালে পাসপোর্ট হয় বাতিল, না হয় বাজেয়াপ্ত করা হবে”।
Read the full story in English