Advertisment

আর জল্পনা নয়, একপ্রকার চূড়ান্ত হয়ে গেল রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার দিন

জানিয়েছেন, মন্দির নির্মাণ কমিটির সভাপতি।

author-image
IE Bangla Web Desk
New Update
Ram Temple Kali: রাম মন্দির অভিষেকের দিনও রাবণের শ্বশুরের দেবীর আরাধনা, বিগ্রহ জাগ্রত, দাবি ভক্তদের

Ram Temple-Ayodhya: ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের অভিষেক।

অযোধ্যায় তিনতলা রাম মন্দিরের নীচতলার নির্মাণকাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে। এমনটাই জানিয়েছেন মন্দির নির্মাণ কমিটির সভাপতি নৃপেন্দ্র মিশ্র। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০-২৪ জানুয়ারির মধ্যে যে কোনও দিন, 'প্রাণ প্রতিষ্ঠা'র অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা যায়। সম্ভবত, ২২ জানুয়ারি সেই 'পবিত্রকরণ' অনুষ্ঠান হবে বলে আশা করা হচ্ছে। পিটিআইকে দেওয়া এক সাক্ষাত্কারে নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত তারিখে এখনও সিলমোহর দেওয়া হয়নি। হলেই জানানো হবে। মিশ্র আরও জানিয়েছেন যে মন্দিরের 'শিখরে' ইনস্টল করা হবে এমন একটি যন্ত্র, যা প্রতিবছর রামনবমীর দিনে গর্ভগৃহে দেবতার কপালে সূর্যের রশ্মি মুহূর্তের মধ্যে ছড়িয়ে দেবে। সেই যন্ত্রের নকশা তৈরির কাজ চলছে।

Advertisment

যন্ত্রটি বেঙ্গালুরুতে নির্মিত হচ্ছে এবং এর নকশা বিজ্ঞানীরা তৈরি করছেন বলেই নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন। তিনি জানান, সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, রুরকি এবং পুনের একটি ইনস্টিটিউট যৌথভাবে এজন্য একটি কমপিউটারাইজড প্রোগ্রাম তৈরি করেছে। সুপ্রিম কোর্ট ২০১৯ সালের এক রায়ে অযোধ্যার বিতর্কিত স্থানে একটি ট্রাস্ট দ্বারা রাম মন্দির নির্মাণের পথ প্রশস্ত করেছিল। একইসঙ্গে, একটি নতুন মসজিদ নির্মাণের জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে একটি বিকল্প পাঁচ একর জমি বরাদ্দ করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল। উত্তর প্রদেশের পবিত্র শহরে একটি 'বিশিষ্ট' স্থানে ওই মসজিদ নির্মিত হবে। আদালত রায়ে জানিয়েছে, বিতর্কিত জমির ২.৭৭ একর, যেখানে ষোড়শ শতকের যুগে তৈরি বাবরি মসজিদ একবার ভেঙে দেওয়া হয়েছে, সেই জমি কেন্দ্রীয় সরকারের রিসিভারের কাছে থাকবে এবং মন্দির নির্মাণের তিন মাসের মধ্যে তা ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন- ইম্ফল থেকে নিখোঁজ ২ মেইতি পড়ুয়ার দেহের ছবি ভাইরাল, খুনের আশঙ্কায় উত্তেজনা মণিপুরে

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিষেক অনুষ্ঠান, অর্থাৎ যেসময় মন্দিরের গর্ভগৃহে রাম লালার মূর্তি স্থাপন করা হবে, তখন আমন্ত্রণ জানাবে। মন্দির ট্রাস্ট ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির পরে রামলালার পবিত্রকরণের প্রক্রিয়া শুরু করার এবং রাম লালার 'প্রাণ প্রতিষ্ঠা' (অনুষ্ঠান) এর ১০ দিনের মধ্যে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাস্টের সদস্য মিশ্র জুন মাসে বলেছিলেন, রাম লালা মূর্তি পবিত্র করার পরে অযোধ্যার রাম মন্দির ২৪ জানুয়ারি ভক্তদের জন্য খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে।

Ram Temple modi Supreme Court of India Babri Mosque
Advertisment