Advertisment

আইন প্রয়োগে পুলিশ ব্যর্থ হলে গণতন্ত্রও ব্যর্থ হবে: ডোভাল

দিল্লি হিংসা শেষ হওয়ার পর পুলিশেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এহেন পরামর্শ উল্লেখযোগ্য বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
national security advisor ajit doval on police, অজিত ডোভাল, ডোভাল, দোভাল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, nsa ajit doval, indian police force, পুলিশকে বার্তা ডোভালের, india news, indian express bangla

অজিত ডোভাল। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

একজন পুলিশকর্মী এমন হবেন, যাঁকে সাধারণ মানুষ ভরসা করতে পারবেন। তেমন বিশ্বস্ত ভাবমূর্তি অটুট রাখাই দরকার। দিল্লিতে হিংসার ঘটনায় পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে, এমন আবহে পুলিশের দায়িত্ববোধ সম্পর্কে এমন বার্তাই দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। একইসঙ্গে ডোভাল বলেন, ‘যদি পুলিশ আইন প্রয়োগে ব্যর্থ হয়, তাহলে গণতন্ত্রও ব্যর্থ হবে’’। দিল্লি হিংসা শেষ হওয়ার পর পুলিশেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এহেন পরামর্শ উল্লেখযোগ্য বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।

Advertisment

বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে অজিত ডোভাল আরও বলেছেন, ‘‘গণতন্ত্রে আইন তৈরি করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা কোনও শাসক বা ধর্মীয় নেতা করেন না, জনগণের প্রতিনিধিরা এটা করেন। আপনারা আইনের প্রয়োগকারী। যদি আপনারা ব্যর্থ হন, তাহলে গণতন্ত্রও ব্যর্থ হবে’’।

আরও পড়ুন: আইবি অফিসার খুনে গ্রেফতার আপ কাউন্সিলর তাহির হুসেন

এ প্রসঙ্গে পুলিশকর্মীদের উদ্দেশে ডোভাল আরও বলেছেন, যদি পুলিশকর্মীরা আইন প্রয়োগে সমর্থ না হন, তাহলে আইন প্রণয়নের কোনও মানে থাকে না। গণতন্ত্রে নিরপেক্ষ থেকে আইনি পথে পদক্ষেপ করাই যুক্তিযুক্ত কাজ বলেও এদিন মন্তব্য করেছেন ডোভাল। তাঁর কথায়, যদি একজন সাধারণ মানুষ এমন একজন পুলিশকর্মীকে পান, যিনি দক্ষ, সজাগ, সৎ, পেশাদার ও বন্ধুত্বপূর্ণ, তাহলে তিনি নিজেকে সুরক্ষিত মনে করেন।একইসঙ্গে ডোভাল বলেন, ‘‘যেদিন এ সমাজ বুঝবে যে পুলিশের সম্পত্তি, গাড়ি পোড়ানো আদতে মানুষের টাকা নষ্ট, সেদিন এ সমাজে বদল আসবে’’।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment