Advertisment

"আস্থানা তদন্তে হস্তক্ষেপ করে তল্লাশি রুখেছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল"

মনোজ জানিয়েছেন, সম্প্রতি তার ভাই সোমেশ এবং র অফিসার সামন্ত গোয়েল অজিত দোভালকে একটি ব্যক্তিগত সমস্যায় বিশেষ সাহায্য করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ফাইল ছবি: এক্সপ্রেস ফটো।

সিবিআই বিতর্কে সুপ্রিমকোর্টে আবেদন জমা দিয়ে একগুচ্ছ বিস্ফোরক দাবি করলেন ডেপুটি ইনসপেকটর জেনারেল এম.কে. সিনহা। রাকেশ আস্থানার বিরুদ্ধে ঘুষের অভিযোগের তদন্তকারী দলের প্রধান ছিলেন এই সিনহা। তবে, সিবিআই-এ ক্ষমতা হস্তান্তরের পর রাতারাতি যে গুচ্ছ বদলির নির্দেশ জারি হয়েছিল, তাতে এম.কে. সিনহারও নাম ছিল। স্বাভাবিকভাবেই দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। এরপর এদিন সুপ্রিম কোর্টে একাধিক অভিযোগ জানালেন তিনি। এবার, দেখা নেওয়া যাক, ঠিক কী কী অভিযোগ করলেন সিনহা-

Advertisment

১. সিবিআই-এর অপসৃত স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে তদন্তে হস্তক্ষেপ করেছিলেন এবং আস্থানার বাড়িতে তল্লাশিও থামিয়ে দিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

আরও পড়ুন- সিবিআই-এর কেন রাজ্য সরকারের সম্মতি প্রয়োজন?

২. সিনহার আরও অভিযোগ, রাকেশ আস্থানার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে যুক্ত দুই ব্যক্তিও দোভালের খুব ঘনিষ্ঠ ছিল। তাঁর দাবি, এই ঘটনার মূল অভিযোগকারী তথা ব্যবসায়ী সানা সতীশ বাবু তাঁকে বলেছিলেন যে সিবিআই সংক্রান্ত বিষয়ে সাহায্য করার প্রতিশ্রুতির ভিত্তিতে কেন্দ্রীয় কয়লা এবং খনিজ প্রতিমন্ত্রী হরিভাই পার্থিভাই চৌধুরিকেও ঘুষ দেওয়া হয়েছিল। উল্লেখ্য, গুজরাটের সাংসদ চৌধুরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ ঘনিষ্ঠ বলে শোনা যায়।

৩. এম.কে. সিনহার আবেদনে বলা হয়েছে, রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যল উইং-এর অফিসার সামন্ত গোয়েলের একটি কথোপকথন কানে আসার পর নজরদারি ব্যহত হয়েছিল। তাঁকে বলতে শোনা গিয়েছিল, "সিবিআই-এর ব্যাপারটা প্রধানমন্ত্রীর কার্য্যালয় সামলে নেবে"। আর এরপর সেই রাতেই আস্থানার বিরুদ্ধে তদন্তকারী পুরো দলটিকেই বদলি করে দেওয়া হয়।

৪. সিনহার আরও দাবি, সানা সতীশ বাবু সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার কে.ভি. চৌধুরির সঙ্গে সাক্ষাত করেন। আর সে কথা জানতে পেরেই ১১ নবেম্বর কেন্দ্রীয় আইন সচিব সুরেশ চন্দ্র তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁকে প্রভাবিত করার চেষ্টা করেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে সিভিসি তদন্ত চলাকালীনই সুরেশ চন্দ্র একাজ করেছেন বলেও উল্লেখ করেছেন সিনহা।

আরও পড়ুন- অন্ধ্রের পর বাংলায় প্রবেশ নিষেধ হলো সিবিআই-এর

৫. আবেদনে সিনহা লিখেছেন, "মনোজ প্রসাদের (আস্থানার বিরুদ্ধে অভিযোগে গ্রেফতার মধ্যস্থতাকারী) কথা অনুযায়ী, তাঁর বাবা শ্রী দীনেশ্বর প্রসাদ র-এর অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব এবং অজিত গোভালের বিশেষ ঘনিষ্ঠ। আর এ জন্যই মনোজকে সিবিআই-এর প্রধান কার্য্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসায় সে খুব বিস্মিত হয়েছিল। রেগে গিয়ে সে বলেছিল, অজিত দোভালের সঙ্গে ঘনিষ্ঠতার পরও এটা কী করে সম্ভব!" আবেদনে আরও বলা হয়, মনোজ জানিয়েছেন, সম্প্রতি তার ভাই সোমেশ এবং র অফিসার সামন্ত গোয়েল অজিত দোভালকে একটি ব্যক্তিগত সমস্যায় বিশেষ সাহায্য করেছেন।

Read the full story in English

cbi
Advertisment