পরিত্যক্ত ব্যাগে থাকা IED ঘিরে চাঞ্চল্য পূর্ব দিল্লিতে! এনএসজির দক্ষতায় নষ্ট বিস্ফোরক

Delhi: দিল্লি পুলিশ জানিয়েছে, এদিন সকালে তাদের কাছে স্থানীয়দের মারফৎ একটি ফোন আসে। সেই ফোন পেয়েই আমরা পুলিশ এবং দমকল পাঠাই।

Delhi: দিল্লি পুলিশ জানিয়েছে, এদিন সকালে তাদের কাছে স্থানীয়দের মারফৎ একটি ফোন আসে। সেই ফোন পেয়েই আমরা পুলিশ এবং দমকল পাঠাই।

author-image
IE Bangla Web Desk
New Update
Delhi, IED found, NSG

এই ব্যাগ ঘিরে ছড়িয়েছিল চাঞ্চল্য। এক্সপ্রেস ফটো

Delhi: পরিত্যক্ত ব্যাগে থাকা বিস্ফোরক ঘিরে শুক্রবার সকালে বোমাতঙ্ক পূর্ব দিল্লির গাজিপুরে। দিল্লি পুলিশ জানিয়েছে, এদিন সকালে তাদের কাছে স্থানীয়দের মারফৎ একটি ফোন আসে। সেই ফোন পেয়েই আমরা পুলিশ এবং দমকল পাঠাই। খবর যায় এনএসজি-র বম্ব স্কোয়াডে। এলাকা ঘিরে রেখে সেই ব্যাগ খুলে একটা লোহার বাক্স উদ্ধার হয়েছে।

Advertisment

সেই বাক্সের ভিতর থাকা আইইডি ঘিরেই চাঞ্চল্য ছড়ায়। যদিও এনএসজির পেশাদার বম্ব স্কোয়াড নিরাপদ স্থানে সেই বাক্স নিয়ে গিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে নষ্ট করে বিস্ফোরক। ঘটনাস্থল থেকে উদ্ধার বিস্ফোরকের অংশ এবং সেই লোহার বাক্সকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যদিও এই ঘটনায় ক্ষয়ক্ষতি নেই বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামেপড়তেথাকুন

Bomb Squad NSG Delhi IED