Advertisment

নুহ হিংসার বদলি পুলিশ সুপার, পরিস্থিতি থমথমে হলেও নিয়ন্ত্রণে

হরিয়ানা হিংসা নিয়ে বুধবার সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।

author-image
IE Bangla Web Desk
New Update
haryana news, haryana violence, Nuh, Nuh Violence"

নুহ হিংসার বদলি পুলিশ সুপার, পরিস্থিতি থমথমে হলেও নিয়ন্ত্রণে

হিংসা কাণ্ডে বদলি পুলিশ সুপার। নিরাপত্তা বাড়ানো হয়েছে গুরুগ্রামের মসজিদের। হরিয়ানার বিভিন্ন স্থানে সোমবার থেকে শুরু হওয়া হিংসার ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে। কিছু অংশে এখনও জারি রয়েছে ১৪৪ ধারা।

Advertisment

সোমবার হরিয়ানার নুহতে হিংসার পর, পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এর মাঝেই হিংসার পর, হরিয়ানা সরকারের বড় সিদ্ধান্ত। নুহের এসপিকে বদলি করা হয়েছে। নুহ এসপি বরুণ সিংলাকে এখন ভিওয়ানিতে পাঠানো হয়েছে, আর ভিওয়ানির এসপি নরেন্দ্র বিজার্নিয়াকে নুহের দায়িত্ব দেওয়া হয়েছে। গুরগাঁওয়ের মসজিদে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এসপি বরুণ সিংলা কয়েক দিনের জন্য ছুটিতে ছিলেন, যার কারণে নরেন্দ্র বিজার্নিয়াকে ইতিমধ্যেই অতিরিক্ত দায়িত্ব দিয়ে ভিওয়ানি থেকে নুহতে পাঠানো হয়। কিন্তু দায়িত্বে ফিরেছেন বরুণ সিংলা। তাই নরেন্দ্র বিজার্নিয়াকে স্থায়ী নিয়োগের নির্দেশ জারি করেছে সরকার। হরিয়ানায় দুই গোষ্ঠীর মধ্যে সহিংস সংঘর্ষে দুই পুলিশ কর্মী সহ ৬জন নিহত হয়েছেন। এখনও পর্যন্ত, মোট ৯৩ টি এফআইআর এবং ১৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এখনও শহরের অনেক জায়গায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। হরিয়ানার নূহের হিংসা ধীরে ধীরে পার্শ্ববর্তী রাজ্যগুলিতে ছড়িয়ে পড়ে। গুরুগ্রাম এবং রাজস্থানের অনেক এলাকাতেও হিংসা খবর পাওয়া গেছে। হিংসার ঘটনায় গুরুগ্রামেও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে, হিংস্র জনতা অনেক দোকান ও যানবাহন ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। তবে পুলিশ জানিয়েছে, অনেক এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

হরিয়ানা হিংসা নিয়ে বুধবার সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। সম্মেলনে, খট্টর সরকার দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন। তিনি প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, সকল অপরাধীকে চিহ্নিত করা হচ্ছে এবং কাউকে রেয়াত করা হবে না।

Violence
Advertisment