Advertisment

দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা ৪৮৮, গত ১৭ বছরে সর্বাধিক

২০০৪ সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা ছিল ৫৬৩।

author-image
IE Bangla Web Desk
New Update
Number of death row prisoners n india 488 highest in 17 years

২০২০ সালে সালের তুলনায় ২০২১-এ দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা ২১ শতাংশ বেড়েছে।

সমীক্ষায় প্রকাশ, 2021 সালে ৩১শে ডিসেম্বর পর্যন্ত ভারতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীর সংখ্যা বেড়ে হয়েছে 488, যা গত ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ।

Advertisment

'২০২০ সালে সালের তুলনায় ২০২১-এ দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা ২১ শতাংশ বেড়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো প্রকাশিত প্রিজনারস স্ট্যাটিস্টিকস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী গত বছর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা ৪৮৮ জন। যা ২০০৪ সালের পর সর্বাধিক। ২০০৪ সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা ছিল ৫৬৩।'

মৃত্যুদণ্ডের বার্ষিক রিপোর্ট নিয়ে প্রজেক্ট ৩৯-এ সম্ভবত সোমবার প্রকাশিত হবে। প্রজেক্ট ৩৯-এ হল দিল্লির ন্যাশনাল ল ইউনিভার্সিটির একটি ফৌজদারি আইন সংস্কার অ্যাডভোকেসি গ্রুপ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা বৃদ্ধির নেপথ্যে করোনা মহামারিকে দায়ী করা হয়েছে। রিপোর্টে উল্লেখ, মহামারির কারণে আদালতের সীমিত কার্যকারিতা মৃত্যুদণ্ড সম্পর্কিত মামলাগুলির অগ্রাধিকারকে প্রভাবিত করেছে। বলা হয়েছে যে, 2020 এবং 2021 সালে- আপিল আদালতের সীমিত কার্যকারিতার ফলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের আপিলের উপর সিদ্ধান্ত কম হয়েছে। যার জেরে, বছরের শেষে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সংখ্যা বেড়েছে।

আরও পড়ুন- একধাক্কায় অনেকটাই কমল দৈনিক সংক্রমণ, একদিনে করোনায় মৃত ৯৫৯

রিপোর্ট অনুসারে, ট্রায়াল কোর্ট ২০২১ সালে ১৪৪টি মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে। ওই সময়কালেই হাইকোর্ট মাত্র ৩৯টি মামলায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। হাইকোর্ট ২০২০ সালে মৃত্যুদণ্ড সম্পর্কিত ৩১টি মামলায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, ২০১৯ সালে এর সংখ্যা ছিল ৭৬। সুপ্রিম কোর্ট, গত বছরের সেপ্টেম্বরে অগ্রাধিকারের ভিত্তিতে মৃত্যুদণ্ডের মামলাগুলি তালিকাভুক্ত করা সত্ত্বেও 2021 সালে মাত্র 6টি মামলায় সিদ্ধান্ত নিয়েছে৷

বলা হয়েছে, ৩৯টি মামলায় মৃত্যুদণ্ডের বিষয়ে উচ্চ আদালতে সিদ্ধান্ত হয়েছে, এর মধ্যে মাত্র ৪ মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়েছে। বাকি ১৮টি মামলায় যাবজ্জীবন সাজা, ১৫টিতে অভিযুক্তদের খালাস এবং ২টি মামলা ফের ট্রায়াল কোর্টে পাঠানো হয়েছে। বিচারের জন্য ট্রায়াল কোর্ট থেকে হাইকোর্ট যাওয়া বেশিরভাগ মামলাই খুনের অভিযোগে।

Read in English

Death to Life imprisonment Life Imprisonment
Advertisment