Advertisment

পশ্চিমবঙ্গের তুলনায় ঢাকায় দুর্গামণ্ডপের সংখ্যা বেশি, দাবি শেখ হাসিনার

'বাংলাদেশের মাটিতে সকলের সমান অধিকার। আমার যতটুকু অধিকার আপনাদেরও ততটুকু অধিকার রয়েছে। বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার'

author-image
IE Bangla Web Desk
New Update
bangladesh, বাংলাদেশ, bangladesh news, বাংলাদেশের খবর, Janmashtami in Bangladesh, বাংলাদেশে জন্মষ্টমী, Hindu minority rights in Bangladesh, বাংলাদেশে সংক্যালঘু হিন্দুদের অধিকার, PM Sheikh Hasina on hindus, হিন্দুদের বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার, Durga Puja celebration in Bangladesh, দুর্গাপুজো বাংলাদেশ, lives of Hindus in Bangladesh, বাংলাদেশে হিন্দুদের জীবন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশে হিন্দুরা যেন নিজেদের সংখ্যালঘু মনে না করে। জন্মাষ্টমীতে হিন্দু সম্প্রদায়কে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আহ্বান, সংখ্যালঘুরা হিন্দুরা হীনমন্যতাকে প্রশ্রয় দেবেন না। পশ্চিমবঙ্গের তুলনায় শুধু ঢাকাতেই দুর্গামণ্ডপের সংখ্যা বেশি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী।

Advertisment

ঢাকার ঢাকেশ্বরী মন্দির এবং চট্টগ্রামের জেএম সেন হলে জন্মাষ্টমীর অনুষ্ঠানের ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন হাসিনা। তিনি বলেছেন, 'বাংলাদেশের মাটিতে সকলের সমান অধিকার। আমার যতটুকু অধিকার আপনাদেরও ততটুকু অধিকার রয়েছে। বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার'

গণভবনে জন্মষ্টমী উদযাপন পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেত্বের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী।

সেখ হাসিনার আহ্বান, 'সংখ্যালঘু বলে হিন্দুরা কখনও হীনমন্যতাকে প্রশ্রয় দেবেন না। কারণ আপনারা যাঁরা এদেশের নাগরিক তাঁরা সবাই দেশের মালিক। নাগরিক হিসেবে সকলের সমান অধিকার রয়েছে। দুষ্টু লোক সবধর্মেই রয়েছে। এদের প্রতিহত করতে ঐক্য ও বিশ্বাসটাই সকলের মধ্যে থাকতে হবে। সেটাই আমি চাই।’

প্রধানমন্ত্রীর মতে, বাংলাদেশে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলেই এমনভাবে প্রচার করা হয় যেন এ দেশে হিন্দু সম্প্রদায়ের কোনও অধিকার নেই। শেখ হাসিনা বলেন, তাঁর সরকার ও আওয়ামী লীগ কোনও ধর্মের মানুষকে হেয় করাতে বিশ্বাসী না। বলেন, 'আমি স্পষ্ট বলেত চাই যে আমাদের সরকার এ ব্যাপারে খুবই সতর্ক। আমি আপনাকে নিশ্চিত করে তা বলতে পারি।'

২০২২ সালের আদমশুমারি অনুসারে হিন্দু সম্প্রদায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়। মোট ১৬.৫ কোটি জনসংখ্যার প্রায় ৭.৯৫ শতাংশ হিন্দু।

Bangladesh Sheikh Hasina Durga Puja
Advertisment