সামাজিক দূরত্ব পালনের আর্জি, নার্সকে পেটানো হল হাসপাতাল চত্বরেই

বুধবার রাতে জরুরিকালীন বিভাগে চিকিৎসারত ছিলেন তিনি। সেই সময়েই কয়েকজন তাঁর উপর চড়াও হয়। এর মধ্যে এক ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র ছিল।

বুধবার রাতে জরুরিকালীন বিভাগে চিকিৎসারত ছিলেন তিনি। সেই সময়েই কয়েকজন তাঁর উপর চড়াও হয়। এর মধ্যে এক ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র ছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সামাজিক দূরত্ববিধি পালন করতে বলেছিলেন। সেই 'অপরাধেই' এবার পিটিয়ে আধমরা করে দেওয়া হলো এক পুরুষ নার্সকে। এমনই অভিযোগ উঠল গুরগাঁওয়ের পালওয়ালে। সেই স্বাস্থ্যকর্মী পালওয়ালের সরকারি হাসপাতালে কয়েকজনকে সোশ্যাল ডিস্টান্স পালন করার উপদেশ দেন। তারপরেই সেই ব্যক্তিরা আক্রমন করেন স্বাস্থ্যকর্মীকে।

Advertisment

জানা গিয়েছে, আক্রমণের ঘটনায় জড়িত ছিলেন ৭-৯ জন ব্যক্তি। সেই নার্সকে উদ্ধার করতে এলে দুজন গার্ডকেও মারা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার রাত দুটোর দিকে ঘটনা ঘটে। মারামারির ঘটনায় কয়েকজন আহত হওয়ার পর রাত্রে শুশ্রূষা করছিলেন সেই নার্স। ইতিমধ্যেই পুলিশ দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশে দায়ের করা অভিযোগ পত্রে সুনীল কুমার জানিয়েছেন, বুধবার রাতে জরুরিকালীন বিভাগে চিকিৎসারত ছিলেন তিনি। সেই সময়েই কয়েকজন তাঁর উপর চড়াও হয়। এর মধ্যে এক ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি করেন তিনি। "চিকিৎসার নিয়মবিধি মেনে সোশ্যাল ডিস্টান্স বজায় রাখার অনুরোধ করে নার্স। ওরাও নিয়মবিধি পালন করার বিষয়ে আশ্বস্ত করে।"

Advertisment

পালওয়াল থানার দায়িত্ব প্রাপ্ত পুলিশ আধিকারিককে হাসপাতালের অন্য এক কর্মী ঈশ্বর সিং এমনটা জানিয়ে বলেন, "কিছুক্ষন পরেই ফোন পাই আমি। বাইরে যেতেই সেই ব্যক্তিরা আমাকে পাকড়াও করে। ইমার্জেন্সি ওয়ার্ডের বাইরেই আমাকে ফেলে মারতে থাকে ওঁরা। ওদের মধ্যে একজন সশস্ত্র ছিল। বাকিরা খালি হাতেই আমাকে মারতে থাকে।"