Advertisment

শপথ নিলেন এনভি রামান্না, চিনুন একদা সাংবাদিক দেশের Chief Justice-কে

শুক্রবার অর্থাৎ ২৩ এপ্রিল অবসর নিয়েছেন রামান্নার পূর্বসূরি বিচারপতি শরদ অরবিন্দ বোবদে।

author-image
IE Bangla Web Desk
New Update
CJI, Supreme Court, NV Ramanna

বিচারপতি এনভি রামান্না।

দেশের ৪৮তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন এনভি রামান্না। নুথালাপতি ভেঙ্কট রামান্নাকে শনিবার শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। আগামী ২৬ অগাস্ট, ২০২৬ পর্যন্ত কার্যভার সামলাবেন তিনি। শুক্রবার অর্থাৎ ২৩ এপ্রিল অবসর নিয়েছেন রামান্নার পূর্বসূরি বিচারপতি শরদ অরবিন্দ বোবদে।

Advertisment

২৭ অগাস্ট ১৯৫৭ সালে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় জন্মগ্রহণ করেন পরিবারের কনিষ্ঠতম সন্তান রামান্না। কৃষক পরিবারের সন্তান হলেও, দীর্ঘ একটা সময় তেলেগু সংবাদপত্র এনাড়ুতে সংবাদকর্মী হিসেবে কাজ করেন তিনি। ১৯৮৩ সালে আইনের স্নাতক হিসেবে বিজয়ওয়াড়ায় আইন প্র্যাকটিস শুরু করেন এনভি রামান্না।

এরপর হায়দরাবাদে এসে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হিসেবে কাজ শুরু করেন তিনি। তাঁকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। ২০১৪ সালে রামান্না বিচারপতি হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টে।

এযাবৎকাল শীর্ষ আদালতের একাধিক ঐতিহাসিক রায়ের শরিক হয়েছেন এই বিচারপতি। যাদের মধ্যে অন্যতম বিধায়ক-সাংসদের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার নিষ্পত্তি ফাস্টট্র্যাক আদালতে করা। জম্মু-কাশ্মীরে ইন্টারনেটের ওপরে থাকা বিধিনিষেধ প্রত্যাহারের নির্দেশ এবং প্রধান বিচারপতির অফিসকে আরটিআই-এর আওতাভুক্ত করা।

গত বছর বিচারপতি রামান্নার বেঞ্চ দিল্লি গণধর্ষণে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামীদের কিউরেটিভ আবেদন খারিজ করেছিল। দীর্ঘ প্রায় ৩ দশকের আইন প্র্যাক্টিসের অভিজ্ঞতা আছে বিচারপতি রামান্নার। ১০ ফেব্রুয়ারি, ১৯৮৩ সালে আইনজীবী হিসেবে পেশা জীবনে প্রবেশ এই বিচারপতির।



SA Bobde NV Ramanna supreme court Chief justice of India
Advertisment