Advertisment

‘হামাসের আক্রমণ ভয়ঙ্কর, প্যালেস্তাইনিদের অবস্থা অসহনীয়', যুযুধান দু’পক্ষকেই নিশানা ওবামার

নীরবতা ভাঙলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

author-image
IE Bangla Web Desk
New Update
Barack Obama, Israel-Hamas war, Israel-Hamas war news, Israel-Palestine conflict, Israel-Palestine war, Obama on Gaza war, Obama on Israel-Hamas war, Obama on Israel-Hamas conflict, Obama on Israel-Palestine conflict, Joe Biden, US, latest news, world news", "url":"https://www.indiatoday.in/world/story/barack-obama-israel-hamas-war-news-complicit-to-some-degree-palestine-conflict-gaza-2458309-2023-11-05",

হামাস যা করেছে তা ভয়ঙ্কর,প্যালেস্তাইনিদের সঙ্গে যা ঘটছে তা অসহনীয়'

হামাস যা করেছে তা ভয়ঙ্কর,প্যালেস্তাইনিদের সঙ্গে যা ঘটছে তা অসহনীয়', নীরবতা ভেঙে বড় বিবৃতি বারাক ওবামার।

Advertisment

চলছে হামাস-ইজরায়েলের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ। আর এই যুদ্ধ নিয়ে এবার মুখ খুলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।  হামাস-ইজরায়েল যুদ্ধ নিয়ে তার প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। বারাক ওবামা বলেন, ‘আমি ইজরায়েল-হামাস যুদ্ধের তীব্র নিন্দা জানাই। হামাস যা করেছে তা ভয়াবহ এবং প্যালেস্তাইনিদের সঙ্গে যা  যা ঘটছে তা অসহনীয়’।

হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ নিয়ে বিশ্বজুড়ে তাবড় নেতাদের নানা প্রতিক্রিয়া সামনে আসছে। গত ৭ অক্টোবর হামাস গাজা থেকে ইজরায়েলে পাঁচ হাজার রকেট নিক্ষেপ করে, এরপর উভয়ের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। ইজরায়েলের আক্রমণে কিছুটা হলেও ব্যাকফুটে গিয়েছে হামাস। তাও তারা লড়াই চালিয়ে যাচ্ছে। ইজরায়েলের বিমান হামলায় হামাসের একের পর এক ঘাঁটি ধ্বংস হয়েছে।

এদিকে ইজরায়েল-হামাস যুদ্ধের তীব্র নিন্দা জানিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, এই সংগ্রাম শতাব্দী প্রাচীন এক সংগ্রাম।  যা এখন সামনে আসছে। এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বিভেদ বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াকে দায়ী করেন। ইজরায়েল-হামাস যুদ্ধের সমালোচনা করে তিনি বলেন, অনেক নিরীহ মানুষের মৃত্যুতে আমি উদ্বিগ্ন। আমরা শুধু ৭ অক্টোবর হামাসের ইসরায়েলের ওপর হামলার নিন্দাই জানাচ্ছি না, প্যালেস্তাইনি সাধারণ মানুষের  দুর্ভোগের কথাও তুলে ধরেছি। সাক্ষাৎকারে বারাক ওবামা বলেন, হামাস যা করেছে তা আতঙ্কজনক এবং এর কোনো যৌক্তিকতা নেই। এটাও সত্য যে প্যালেস্তাইনিদের সঙ্গে যা ঘটছে তা অসহনীয়।বারাক ওবামা ইসরায়েল-হামাস যুদ্ধের বিস্তারিত বিশ্লেষণ প্রদান করেছেন। তিনি বলেন, ‘এমন মানুষও এখন মারা যাচ্ছেন যাদের হামাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি স্পষ্ট করেছেন যে ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হবে না, যা পার্ল হারবারে বোমা হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের মতো। তিনি বলেন, ইজরায়েল ও গাজার মধ্যে যুদ্ধবিরতির আহ্বান ইসরায়েলকে হামাসের কাছে আত্মসমর্পণের আহ্বান।৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় সংঘাত বৃদ্ধি পায়, যেখানে প্রায় ২৫০০ হামাস জঙ্গি গাজা উপত্যকা অতিক্রম করে ইজরায়েলে প্রবেশ করেছিল, ১৪০০ ইজরায়েলি সেই হামলায় নিহত হন। প্রায় ২০০-এর বেশি মানুষকে বন্দী করে হামাস জঙ্গিরা। ৭ অক্টোবর থেকে ইজরায়েলি হামলায় ৯৪৮৮ জনেরও বেশি প্যালেস্তাইনি নাগরিক নিহত হয়েছেন। ইজরায়েলে হামাসের হামলায় ১,৪০০ জনের বেশি মানুষ নিহত হয়।

Israel-Palestine clash
Advertisment