Advertisment

টিকার সুষম বণ্টনে কেন্দ্রের উদ্যোগ চান নবীনও, মমতার সঙ্গে ফোনে কথা

Naveen Patnaik: কেন্দ্রের টিকানীতিতে বদল আনতে এবার সক্রিয় হলেন নবীন পট্টনায়ক।

author-image
IE Bangla Web Desk
New Update
Naveen Patnaik, Odisha, Vaccine Policy

নবীন পট্টনায়ক। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

Naveen Patnaik: কেন্দ্রের টিকানীতিতে বদল আনতে এবার সক্রিয় হলেন নবীন পট্টনায়ক। দিন দুয়েক আগেই একই বিষয়ে ১১টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছেন পিনরাই বিজয়ন। টিকার সুষম বণ্টনে কেন্দ্রকে ভ্যাকসিন কিনতে আবেদন করেছেন অরবিন্দ কেজরিওয়াল-মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই তালিকায় নতুন সংযোজন ওড়িশার মুখ্যমন্ত্রী।

Advertisment

 গোটা দেশে টিকার সুষম বণ্টনের জন্য কেন্দ্র নিজেই উদ্যোগী হয়ে টিকা কিনে  সমস্ত রাজ্যে সরবরাহের ব্যবস্থা করুক। এ বিষয়ে কেন্দ্রকে একটি চিঠি দিয়েছেন তিনি। পাশাপাশি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়ে একসঙ্গে জোট বেঁধে কাজ করার আহ্বান জানালেন নবীন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই বিষয়ে ফোনেও কথা হয়েছে তাঁর।

অঙ্গ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের উদ্দেশে নবীন লেখেন, ‘অতিমারির পরবর্তী ঢেউ থেকে বাঁচতে একমাত্র উপায় টিকাকরণ। প্রত্যেক রাজ্যকেই এই বিষয়ে বিশেষ নজর দিতে হবে। টিকা সরবরাহ বাড়াতে গিয়ে কোনও রাজ্যই যেন অন্য রাজ্যের সঙ্গে প্রতিযোগিতায় না নেমে পড়ে।‘

সম্প্রতি তৃতীয় দফায় টিকা-নীতি বদলেছে কেন্দ্র। সমস্ত প্রাপ্তবয়স্কদের টিকাকরণে ছাড়পত্র দেওয়া হয়েছে। নয়া নিয়মে কেন্দ্র জানিয়েছে, সমস্ত রাজ্যই নিজেদের প্রয়োজনে সরাসরি প্রস্তুতকারী সংস্থা থেকে টিকা কিনতে পারবে। তার পরই দেশ জুড়ে টিকার চাহিদা আকাশছোঁয়া হয়।

বিদেশ থেকে টিকা আমদানির বিষয়ে ভাবনা চিন্তা শুরু করে রাজ্যগুলি। কিন্তু ওই আমদানিতে ছাড়পত্র দেবে সেই কেন্দ্রই। সেই ঝঞ্ঝাট এড়াতে বিদেশি ওষুধপ্রস্তুতকারী সংস্থাগুলি সরাসরি রাজ্যের সঙ্গে টিকা সংক্রান্ত চুক্তিতে আগ্রহ দেখাচ্ছে না।

আর দেশীয় সংস্থার পক্ষেও এই বিপুল চাহিদা মেটানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। চিঠিতে এই বিষয়টি উল্লেখ করে কেন্দ্রের কাছে নবীনের আবেদন, ‘দেশ জুড়ে টিকার জোগান নিশ্চিত করুক কেন্দ্রই। অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব বাইরে থেকে টিকা আমদানি করে সমস্ত রাজ্যকে প্রয়োজন মতো সরবরাহের দায়িত্ব কেন্দ্রের নেওয়া উচিত।‘

তিনি লেখেন, ‘টিকা-নীতির বিকেন্দ্রীকরণ হওয়া উচিত, যাতে সমস্ত রাজ্যই নিজের মতো করে এই কর্মসূচিকে বাস্তবায়িত করতে পারে। টিকার জন্য অনলাইন আবেদন করতে হচ্ছে বলে প্রত্যন্ত এলাকায় অনেকেই তা করে উঠতে পারছেন না।‘

শেষে তাঁর যোগ, ‘সম্ভবত স্বাধীনতার পর একটি রাষ্ট্র হিসেবে সবচেয়ে বড় সঙ্কটময় পরিস্থিতির মুখোমুখি আমরা সবাই। এই পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের উচিত, রাজনৈতিক বা অন্য কোনও দ্বন্দ্ব দূরে সরিয়ে রেখে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর স্বার্থে একসঙ্গে কাজ করা।‘

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Vaccination Policy Mamata Banerjee odisha Naveen Patnaik
Advertisment