Advertisment

করোনার থাবা, দেশে লকডাউনের পথে প্রথম ওড়িশা

''প্রথম পর্যায়ে ৫ জেলা ও ৮ শহরে (সম্বলপুর, ঝারসুগুড়া, বালেশ্বর, পুরী, রৌরকেলা, ভদ্রক, জাজপুর টাউন, জাজপুর) ২২ মার্চ সকাল ৭টা থেকে ২৯ মার্চ রাত ৯টা পর্যন্ত লকডাউন থাকবে''।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus india, করোনাভাইরাস, করোনা, করোনাভাইরাস, ওড়িশা, ওড়িশা লকডাউন, coronavirus india updates, odisha cm naveen patnaik, করোনা ওড়িশা, নবীন পট্টনায়ক, coronavirus indian states lockdown, latest news, indian expresscoronavirus india, coronavirus india updates, odisha cm naveen patnaik, করোনাভাইরাস, coronavirus indian states lockdown, latest news, indian express bangla

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

করোনার হানায় বাংলার পড়শি রাজ্য় ওড়িশার ৫ জেলায় সপ্তাহব্য়াপী লকডাউন ঘোষণা করা হল। ৫ জেলার সঙ্গে ৮ শহরে লকডাউন ঘোষণা করলেন ওড়িশার মুখ্য়মন্ত্রী নবীন পট্টনায়ক। ওড়িশায় দেশের মধ্য়ে প্রথম রাজ্য় যেখানে প্রায় ৪০ শতাংশ এলাকা স্তব্ধ করে দেওয়া হচ্ছে।

Advertisment

লকডাউন প্রসঙ্গে ওড়িশার মুখ্য়মন্ত্রী নবীন পট্টনায়ক জানিয়েছেন, ''বাস, ট্রেন, বিমান পরিষেবা চালু থাকবে। মুদির দোকান, সবজি বাজার, মাংস, পোলট্রি, ওষুধের দোকান খোলা থাকবে। হাসপাতাল, ব্য়াঙ্ক এটিএম, পুর পরিষেবা, পুলিশ, দমকল, ওড়িশা বিপর্যয় বাহিনী, পেট্রোল পাম্প, জল, বিদ্য়ুত পরিষেবা চালু থাকবে। প্রশাসনিক দফতরও খোলা থাকবে''।

আরও পড়ুন: Coronavirus Situation Live Updates: করোনায় ভারতে আক্রান্ত ২৮৩, রাত পোহালে জনতা কার্ফু

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ''আগামী কয়েকটা সপ্তাহ বিপজ্জনক। গত কয়েকদিনে ৩ হাজারেরও বেশি মানুষ বিদেশ থেকে এ রাজ্য়ে এসেছেন। এঁদের মধ্য়ে ৭০ শতাংশ মানুষ খুরদা, কটক, গঞ্জম, কেন্দ্রপাড়া, অঙ্গুলের বাসিন্দা''। তিনি আরও বলেন, ''প্রথম পর্যায়ে ৫ জেলা ও ৮ শহরে (সম্বলপুর, ঝারসুগুড়া, বালেশ্বর, পুরী, রৌরকেলা, ভদ্রক, জাজপুর টাউন, জাজপুর) ২২ মার্চ সকাল ৭টা থেকে ২৯ মার্চ রাত ৯টা পর্যন্ত লকডাউন থাকবে''।

ওড়িশার মুখ্য়মন্ত্রী আরও বলেছেন, ''সরকারি নির্দেশিকা যাঁরা মানবেন না, তাঁদের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছি''। তিনি বলেন, ''গত ২ মাসে দুনিয়া বদলে গিয়েছে। খুবই উদ্বেগের বিষয়। শুধুমাত্র সাবধানতা মেনে চললেই এই ভাইরাস ঠেকানো সম্ভব''।

Read the full story in English

national news coronavirus corona
Advertisment