সংক্রমণ নিন্মমুখী, আগামী সপ্তাহ থেকেই ওড়িশায় খুলছে কিন্ডারগার্টেন স্কুল

বাচ্চাদের জন্য অতিরিক্ত সতর্কতা মেনেই প্রি স্কুল খোলা হচ্ছে

বাচ্চাদের জন্য অতিরিক্ত সতর্কতা মেনেই প্রি স্কুল খোলা হচ্ছে

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সংক্রমণ কিছুটা নিন্মমুখী হতেই আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকে ওড়িশায় কিন্ডারগার্টেন এবং প্লে স্কুলগুলি পুনরায় চালু হতে চলেছে।

গত ৭ই ফেব্রুয়ারি থেকে বাংলায় শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয় কর্মসূচি। এবার সংক্রমণ কিছুটা নিন্মমুখী হতেই আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকে ওড়িশায় কিন্ডারগার্টেন এবং প্লে স্কুলগুলি পুনরায় চালু হতে চলেছে। ওমিক্রন দাপটে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৭ই ফেব্রুয়ারি থেকে খুলেছে স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান।

Advertisment

তথ্য ও জনসংযোগ বিভাগ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জন্য বেসরকারি প্রি-স্কুল (প্লে এবং কেজি) পুনরায় খোলার অনুমতি দেওয়া হচ্ছে। তবে বাচ্চাদের জন্য অতিরিক্ত সতর্কতা মেনেই প্রি স্কুল খোলা হচ্ছে জানিয়েছেন রাজ্যের এক উচ্চপদস্থ আমলা।

নির্দেশিকায় আরও জানান হয়েছে টিচিং, নন-টিচিং এবং সাপোর্ট স্টাফদের অবশ্যই একটি কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া বাধ্যতামূলক। ছোট বাচ্চাদের সর্বোচ্চ যত্ন নিয়ে চালু রাখতে ক্লাস। কোভিড সংক্রমণ কিছুটা হ্রাস পেতেই, ওড়িশার মুখ্য সচিব এসসি মহাপাত্র আগেই ঘোষণা করেছিলেন যে রাজ্য  জুড়ে স্কুল এবং কলেজগুলি ৭ই ফেব্রুয়ারি এবং প্লে স্কুল গুলি ১৪ই ফেব্রুয়ারি থেকে আবার চালু হবে।

Advertisment

সরকার কর্তৃক জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাসের সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টে এবং প্রথম থেকে সপ্তম শ্রেনি পর্যন্ত ক্লাসের সময়সীমা সকাল ৯টা থেকে দুপুর ১টা।

Odisha Kindergartens Playschools To Reopen On February 14