চিকিৎসার সময় বচসা, মৃত্যু হল রোগীর। রবিবার ওড়িশার ঢেঙ্কানলের ঘটনা। অভিযোগ, বছর পয়ত্রিশ-এর ওই ব্যক্তিকে চিকিৎসা করার সময় বচসা শুরু হয় দুই চিকিৎসকের মধ্যে। তার জেরেই মৃত্যু হয় ওই ব্যক্তির। রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারিক বাসুদেব বেহেরা তদন্তের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি রাজ্যের তরফে এই বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে।
আরও পড়ুন: পেশাগত শত্রুতার জেরেই খুন এইচডিএফসি ব্যাঙ্ক কর্তা
গন্ডিয়া ব্লকের গুন্দুরাপাশি গ্রামের বাসিন্দা ছিলেন মৃত তিলোকা সাউ, বুকে ব্যথার কারণে তাঁর পরিবার তাঁকে গন্ডিয়ার শ্রীরামচন্দ্রপুর কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। সেখান থেকে ঢেঙ্কানল জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। পরিবারের অভিযোগ, সেখানেই চিকিৎসকের মধ্যে কথা কাটাকাটি এবং চিকিৎসার গাফিলতির কারণেই মারা যান ওই ব্যক্তি। পরিবারের দাবি, অপারেশনের প্রয়োজন ছিল ওই ব্যক্তির। এবং ঠিক সময় তা না হওয়ার কারণেই মৃত্যু হয়েছে তাঁর।
মৃতের ভাই রবি নারায়ণ সাউ বলেন "আমার ভাইয়ের চিকিৎসার জন্য একজন ডাক্তার অন্য আরেকজন চিকিৎসককে বলেছিলেন। আমার ভাই যখন তীব্র যন্ত্রণায় ছটফট করছে, তখন আমি এই নিয়েই দুজন চিকিৎসকের মধ্যে ঝামেলা শুনতে পাই। ওঁরা এই বচসা চালিয়েই যাচ্ছিলেন। আমার ভাই বিনা চিকিৎসায় মারা গিয়েছে।"
এরপর মৃতের পরিবার গন্ডিয়াতে রাস্তা অবরোধ করে অবস্থান বিক্ষোভ করেন এবং ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। জেলা শাসক মৃতের পরিবারকে ৩০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন। স্ত্রী এবং ছমাসের একটি শিশু রয়েছে তাঁর পরিবারে। প্রসঙ্গত, ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে মৃতের দেহ।