Puri’s Jagannath Rath Yatra: রথযাত্রায় পুরীতে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। পুরীতে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ভক্তের। এখনও তাঁর পরিযয় জানা যায় নি। পাশাপাশি প্রবল ভিড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ৩০০ জন।
রথযাত্রার দিনেই বিরাট বিপর্যয় ঘটে গেল পুরীতে। প্রবল ভিড়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে এক ভক্তের। পাশাপাশি ভিড়ের চাপে শতাধিক ভক্ত অসুস্থ হয়ে পড়েন বলেই জানা গিয়েছে। ৩০০ জনকে পুরী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ৫০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
ওডিশা টিভির রিপোর্ট অনুসারে সেন্ট জন অ্যাম্বুলেন্স সার্ভিসের সহকারী কমান্ড্যান্ট সুশান্ত কুমার পট্টনায়েক বলেছেন, "ওই ব্যক্তির কার্ডিয়াক অ্যারেস্ট হয়নি, এবং তার হৃদস্পন্দন চলছিল। আমরা তাকে অ্যাম্বুলেন্স করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাই এবং তাকে সিপিআর দেওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন"। প্রবল ভিড়ে অসুস্থ হয়ে পড়েন আরও প্রায় তিনশো ভক্ত। তাঁদের সকলকে পুরী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি মূল্যায়ন করতে ওড়িশার স্বাস্থ্য সচিব ইতিমধ্যে হাসপাতালে পৌঁছেছেন।