মাত্র দুদিনের ব্যবধান। ভারতের মৃত্যু হল ২রুশ পর্যটকের। রায়গড় জেলার একটি হোটেল থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ। মৃতদের নাম পাভেল ও ভ্লাদিমির । পুলিশ সূত্রে খবর, পাভেল আন্তোনভ আত্মহত্যা করেন। পুলের পাশ থেকে উদ্ধার করা হয় তার রক্তাক্ত দেহ। বৃহস্পতিবার উদ্ধার হয় ভ্লাদিমিরের মৃতদেহ। পরপর একই হোটেলে ২ ভিনদেশি পর্যটকের মৃত্যুর খবরে চরম উত্তেজনা ছড়ায়। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
গত ২২ ডিসেম্বর অচৈতন্য অবস্থায় ভ্লাদিমিরকে হোটেলের একতলার ঘর থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা জানান, দেহ উদ্ধারের সময় চারপাশে অনেক মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গিয়েছিল। তড়িঘড়ি ওই পর্যটককে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এর ঠিক তিন দিন পর অর্থাৎ ২৫ ডিসেম্বর আরেক রুশ পর্যটক পাভেল আন্তোনভের রহস্যমৃত্যু হয় একই হোটেলেই। হোটেলের তিন তলা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, মৃত পাভেল আন্তোনভ তার বন্ধু ভ্লাদিমির বিদেনভ (৬১) এর মৃত্যুর পর হতাশায় ভুগছিলেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনেই করা হচ্ছে। এই বিষয়ে ওড়িশার ডিজিপি সুনীল কুমার বনসাল জানিয়েছেন, সিআইডিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, আমরা কলকাতায় রাশিয়ান কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করছি। তিনি আরও বলেন, পাভেলের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। আমরা সব দিক খোলা রেখেই তদন্ত শুরু করছি। পরিবারের অনুমতি নিয়ে সোমবার মৃতদেহ দাহ করেন আধিকারিকরা।
এ বিষয়ে রুশ ট্যুরিস্ট গাইড জিতেন্দ্র সিং সাংবাদিকদে্র জানান, ‘রায়গড়ে হোটেলে চার পর্যটক ছিলেন। তাদের মধ্যে একজন, ৬১ বছর বয়সী বি. ভ্লাদিমির,গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। পরদিন সকালে যখন আমরা তার ঘরে আসি, তাকে ঘরেই অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি, আমরা তড়িঘড়ি পুলিশকে ফোন করে বিষয়টি জানাই’।
পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মদ্যপান তাঁর মৃত্যুর প্রধান কারণ হতে পারে। যদিও ফরেন্সিকের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। তবে সঙ্গী পাভেলের মৃত্যু নিয়ে বাড়ছে জল্পনা। তিন তলা থেকে তাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে তা নিয়ে রয়ে গিয়েছে জল্পনা। তদন্ত সম্পূর্ন না হওয়া পর্যন্ত পাভেলের সঙ্গে আসা আরও দুই রুশ পর্যটককে দেশের বাইরে যেতে নিষেধ করা হয়েছে।