scorecardresearch

মণিপুর হিংসায় নিহতের প্রকৃত তথ্য প্রকাশ, শুনেই আঁতকে উঠবেন

প্রশাসনিক এক কর্মকর্তা বলেছেন কেন্দ্র পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

Manipur violence, Violence in Manipur, Manipur clashes, deaths in manipur, manipur deaths, manipu kiku vs meitei tribe, manipur news, imphal, indian express

দিন কয়েক পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকার পর, বৃহস্পতিবার নতুন করে উত্তেজনা ছড়াল মণিপুরে। চুড়াচাঁদপুর সীমান্ত লাগোয়া কামভাই এলাকায় এদিন সকালে ফের হিংসার ঘটনা ঘটে। গত ৩রা মে থেকে হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। এদিকে মণিপুর সরকার স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছে যে ৩ মে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে যে ৬৬টি মৃত্যুর ঘটনা ঘটেছে তার মধ্যে ৪১টি মৃত্যু হিংসার ঘটনার সঙ্গে সম্পর্কিত।

মণিপুর সরকারের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন যে এই সময়ের মধ্যে ৬৬ জন মারা গেছেন তার মধ্যে ৪১টি মৃত্যু প্রত্যক্ষভাবে হিংসার সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন, “আমরা রাজ্য জুড়ে হিংসার ঘটনায় ২১৬টি এফআইআর দায়ের করেছি এবং ইতিমধ্যেই দুষ্কৃতীদের শনাক্ত ও গ্রেফতারের কাজ শুরু হয়েছে। আমরা তল্লাশি অভিযান চালাচ্ছি কিন্তু তাদের বেশিরভাগই তাদের বাড়ি ছেড়ে অন্যত্র গা ঢাকা দিয়েছেন।

উচ্চপদস্থ এক সরকারি কর্মকর্তা বলেছেন মণিপুর পুলিশ জানিয়েছে যে তাদের অস্ত্রাগার থেকে AK-47 এবং INSAS রাইফেল সহ ৫৬০টির মতো অত্যাধুনিক অস্ত্র লুট করা হয়েছে। “মণিপুর পুলিশ সন্দেহ করেছে যে অভিযুক্তদের স্থানীয় অপরাধীদের কাজে লাগিয়ে এই ঘটনা ঘটিয়েছে। সীমান্ত অঞ্চলের কাছাকাছি থানাগুলি থেকে সর্বাধিক অস্ত্র লুট করা হয়েছে” । পুলিশ সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত ২৮৪টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রশাসনিক এক কর্মকর্তা বলেছেন কেন্দ্র পরিস্থিতি্র ওপর কড়া নজর রাখছে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি মণিপুরের নবনিযুক্ত মুখ্য সচিব বিনীত জোশীর সঙ্গেও সমন্বয় করছে কেন্দ্র।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Official 41 deaths confirmed as violence related