Advertisment

Noida Play School News: শিক্ষিকাদের বাথরুমে বসানো গোপন ক্যামেরায় চলত লাইভ স্ট্রিমিং! অভিযোগে ধুন্ধুমার, গ্রেফতার মালিক

Noida Play School News: প্লে স্কুলে শিক্ষিকাদের বাথরুমে স্পাই ক্যামেরা! তাতেই দিব্যি চলত লাইভ স্ট্রিমিং। শিক্ষিকার অভিযোগের ভিত্ততে প্লে স্কুলের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি গোপন ক্যামেরা।

author-image
IE Bangla Web Desk
New Update
spy camp

Noida Play School News:  প্লে স্কুলে শিক্ষিকাদের বাথরুমে স্পাই ক্যামেরা! তাতেই  দিব্যি চলত লাইভ স্ট্রিমিং। শিক্ষিকার অভিযোগের ভিত্ততে নয়ডা সেক্টর-৭০-এর ওই প্লে স্কুলের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি গোপন ক্যামেরা। 

Advertisment

পুলিশ সূত্রে খবর, প্লে স্কুলের ওয়াশরুমে লাগানো বাল্ব হোল্ডারের ভিতর থেকে স্পাই ক্যামেরা উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম নবনীশ। 

ধৃত পুলিশি জেরায় স্বীকার করেছেন, ২২০০ টাকা দিয়ে তিনি অনলাইন থেকে স্পাই ক্যামেরা অর্ডার দিয়েছিলেন। ক্যামেরাটি বাল্ব হোল্ডারের পিছনে লুকানো ছিল যে কারণে কারুর চোখে ক্যামেরাটি পড়েনি। এ ব্যাপারে নিরাপত্তারক্ষীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তদন্তে তারা জানতে পেরেছে যে ক্যামেরায় কোনো চিপ বসানো হয়নি বা কোনো রেকর্ডিংও ছিল না। ক্যামেরার মাধ্যমে চলত লাইভ স্ট্রিমিংয়।

ঘটনাটি প্রকাশ্যে আসে যখন একজন স্কুল শিক্ষক ওয়াশরুমে যান এবং বাল্ব হোল্ডারের ভিতরে একটি সন্দেহজনক ডিভাইস দেখতে পান। এরপরই তিনি  পুলিশকে খবর দেন। এদিকে স্কুল শিক্ষিকাদের একাংশের অভিযোগ এর আগেও স্কুলের টয়লেট থেকে একটি স্পাই ক্যামেরা পেয়েছিলেন তারা। সেবিষয়ে প্লে স্কুলের মালিককে জানানোও হয়েছিল। 

camera
Advertisment