Advertisment

Loksabha Election 2024: এবারও প্রবীণদের জন্য বাড়ি থেকেই ভোটদানের ব্যবস্থা, সুযোগ পাচ্ছেন বাংলারও অনেকেই

Home Booth: ১৯ এপ্রিল প্রথম দফার ভোট। তার প্রায় সপ্তাহখানেক আগে থেকে এই বিশেষ ব্যবস্থায় ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবীণরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Election, Aged Voter

Election-Aged Voter: (দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে বাড়ি থেকেই প্রথম দফার ভোট দিয়েছেন প্রবীণরা। ছবি-পিআইবি)

Old aged voter and home booth: প্রবীণদের জন্য আগেই বাড়িতে ভোটদানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। বাড়িতেই অস্থায়ী বুথ তৈরি করে, সেখানে করা হয়েছে ভোটদানের ব্যবস্থা। এবারের লোকসভা নির্বাচনেও সেই ছবিটা দেখা যাবে। বাড়ি থেকে ৮৫ ঊর্ধ্ব অনেক প্রবীণই ভোট দেবেন। যাঁরা বা যাঁদের পরিবারের সদস্যরা বাড়ি থেকে ভোটদানের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন, তাঁরা এই সুবিধা পাচ্ছেন। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট। তার প্রায় সপ্তাহখানেক আগে থেকে এই বিশেষ ব্যবস্থায় ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবীণরা।

Advertisment

তার মধ্যে মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলায় আহেরি থেকে সিরোঞ্চা পর্যন্ত, ১০৭ কিলোমিটার পথ অতিক্রম করে দুই প্রবীণের বাড়ি থেকে ভোটদানের ব্যবস্থা করেছেন কমিশনের আধিকারিকরা। এরমধ্যে এক প্রবীণের বয়স ১০০ বছর। নাম কিস্তায়া মাদাবনিয়া। অপর ভোটদাতার বয়স ৮৬ বছর। নাম, কিস্তিয়া কোমেরা। এই বয়সে দীর্ঘপথ পেরিয়ে তাঁদের ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়া কঠিন ছিল। ১৯ এপ্রিল, গড়চিরৌলি-চিমুর লোকসভা কেন্দ্রে ভোট। গড়চিরৌলি জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, যাঁদের বয়স ৮৫ বছরের বেশি, তাঁদের জন্য বাড়ি থেকে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, যাঁদের শরীরে ৪০ শতাংশের বেশি অক্ষমতা রয়েছে, তাঁদের ক্ষেত্রেও বাড়ি থেকে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে।

কমিশন সূত্রে খবর, গড়চিরৌলি-চিমুর লোকসভা কেন্দ্রে, ৮৫ বছরের ঊর্ধ্বে ভোটদাতার সংখ্যা ১,০৩৭ জন। এছাড়া, ওই কেন্দ্রে বিশেষ সক্ষম ভোটারদের সংখ্যা ৩৩৮ জন। তাঁদেরকে বাড়ি থেকেই ভোট দেওয়ার সুবিধা দেওয়া হয়েছে। তবে, শুধু মহারাষ্ট্রেই নয়। পশ্চিমবঙ্গেও বহু প্রবীণ এবং বিশেষ সক্ষম ভোটার এবারের লোকসভা নির্বাচনে বাড়ি থেকে ভোটদানের সুযোগ পাচ্ছেন। তাঁদেরই অন্যতম দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দা প্রমীলা হালদার। তাঁর বয়স ১০৯ বছর। কাকদ্বীপের সূর্যনগর বাজারবেড়িয়া অঞ্চলের বাসিন্দা প্রমীলাদেবী গতবার পর্যন্ত বুথে গিয়ে ভোট দিয়েছেন। কিন্তু, হাঁটাচলা করতে পারেন না। তাই এবার তাঁর পরিবার আবেদন করার পর নির্বাচন কমিশন বাড়ি থেকেই প্রমীলাদেবীর ভোটদানের ব্যবস্থা করেছে।

আরও পড়ুন- বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা কমানোর চক্রান্ত! উদ্বেগ প্রকাশ করে সিজেআইকে চিঠি

প্রমীলা হালদারের নির্বাচনী কেন্দ্র মথুরাপুরে ১ জুন ভোট। তার একসপ্তাহ আগে ওই ভোটারের বাড়ি থেকে ভোটদানের ব্যবস্থা করা হবে বলেই কমিশন সূত্রে জানা গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, কাকদ্বীপ ব্লকে শতাধিক প্রবীণ ভোটার আছেন। তাঁদের পরিবারের সদস্যরা বাড়ি থেকেই ভোটদানের আবেদন করেছেন। এই সব ভোটারদের জন্য বাড়িতেই অস্থায়ী বুথের ব্যবস্থা করা হয়েছে।

Voter Election Commission of India loksabha election 2024
Advertisment