/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/old-parliament-house.jpg)
পুরনো সংসদ ভবন।
সংসদের পুরনো ভবনের পথচলা শেষ হল মঙ্গলবার। সেন্ট্রাল হলে শেষ বারের মতো পুরনো ভবনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন সংসদ ভবনে অধিবেশন শুরুর আগে সেন্ট্রাল হলে নিজের বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী মোদী বললেন, 'নতুন সংসদ ভবনের হাত ধরে নতুন ভবিষ্যতের সূচনা হল।' দীর্ঘ বক্তব্যের মধ্যেই প্রধানমন্ত্রী ঘোষণা করেন, সংসদের পুরনো ভবনের নাম হবে 'সংবিধান সদন'। নয়া ভবনের নাম 'পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া'।
পুরনোকে বিদায় জানানোর সময়ও আত্মনির্ভর ভারত গড়ার আহ্বান জানানা প্রধানমন্ত্রী। বললেন, 'আত্মনির্ভর ভারতের সংকল্প পূরণ করতে হবে আমাদের। আমরা কৃষিপ্রধান দেশ। কৃষিতে আমাদের আত্মনির্ভর হতে হবে। দেশের যুবশক্তির উপর অগাধ বিশ্বাস রয়েছে।' তাঁর দাবি, 'আমাদের অনেকের মধ্যে সংশয় থাকলেও বাকি দুনিয়া মনে করছে বিশ্বের তৃতীয় অর্থব্যবস্থায় পরিণত হবে ভারত। ভারত বিশ্বের পঞ্চম অর্থব্যবস্থায় পৌঁছেছে। বিশ্বের তৃতীয় অর্থব্যবস্থায় পরিণত হবে ভারত। ভবিষ্যতের কথা ভেবে আমাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। দক্ষতা বৃদ্ধিতে আমরা জোর দিচ্ছি।'
আরও পড়ুন-মহিলা সংরক্ষণ বিল: মোদীর ক্যাবিনেট ছাড়পত্র দিতেই সনিয়া বললেন ‘এটা আমাদেরই’
এদিন কিছুটা ৃকিছুটা আবেগ তাড়িত ছিলেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর মুখে শোনা যায় ৩৭০ ধারা অবলুপ্তি প্রসঙ্গে। প্রধানমন্ত্রী বলেন, 'মুসলিম মা-বোনেরা বিচার পেয়েছেন এই ভবনে। তিন তালাক রদ করা হয়েছে। রূপান্তরকামীরা ন্যায় পেয়েছেন। ৩৭৭ ধারা রদ করা হয়েছে। ৩৭০ ধারা অবলুপ্ত করা হয়েছে। এমন অনেক কিছু হয়েছে এই ভবনে।'
চন্দ্রযানের সফলতায় গর্বিত ভারত। সরব প্রধানমন্ত্রী। বললেন, 'চন্দ্রযান ৩-এর সাফল্যের পর দেশের যুবকদের মধ্যে বিজ্ঞান নিয়ে আগ্রহ বেড়েছে। আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে হবে।'
মঙ্গলবার শেষবার পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 'জি-২০ শীর্ষ সম্মেলনের মাধ্যমে এটা স্পষ্ট যে ভারত বিশ্বকে শাসন ও দিকনির্দেশনা প্রদান করছে।'