scorecardresearch

লোকসভার স্পিকার ওম বিড়লা, তিনি কে?

রাজস্থানের দু’দফার বিধায়ক ছিলেন ৫৭ বছরের ওম বিড়লা।  ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী রামনারায়ণ মিনাকে ২ লক্ষ ৮০ হাজার ভোটে হারিয়ে জয়ী হন ওম৷

লোকসভার স্পিকার ওম বিড়লা, তিনি কে?
১৭তম লোকসভার নতুন স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা

সপ্তদশ লোকসভার স্পিকার নির্বাচিত হলেন বিজেপি মনোনীত প্রার্থী ওম বিড়লা। সর্বসম্মত ভাবে স্পিকার নির্বাচিত হন তিনি। রাজস্থানের কোটা থেকে দু’দফার বিজেপি সাংসদ ছিলেন ওম বিড়লা।

রাজস্থানের দু’দফার বিধায়কও ছিলেন ৫৭ বছরের ওম বিড়লা।  ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী রামনারায়ণ মিনাকে ২ লক্ষ ৮০ হাজার ভোটে হারিয়ে জয়ী হন ওম বিড়লা৷ এর আগে, লোকসভার স্পীকার হিসেবে বেশ কয়েকজনের নাম উঠে আসে৷ এদের মধ্যে পিপি চৌধুরী ও এস এস আলুওয়ালিয়ার নামও ছিল৷ তবে দলের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকে ওম বিড়লার নাম উঠে আসে৷ উল্লেখ্য সোমবারই প্রোটেম স্পীকার হিসেবে শপথ নিয়েছেন টিকামগড়ের বিজেপি সাংসদ বীরেন্দ্র কুমার৷

আরও পড়ুন, ‘বন্দে মাতরম’ ইসলামবিরোধী, সমাজবাদী সাংসদের মন্তব্যে উত্তাল লোকসভা

মঙ্গলবারই অধ্যক্ষ পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল।  তবে বিরোধী পক্ষ থেকে কোনও মনোনয়ন জমা পড়েনি ।

সবিস্তারে আসছে…

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Om birla has been elected as new speaker of loksabha113600