Advertisment

‘আমাদের জমি কেড়ে নিতে চায় কেন্দ্র’, ফের সোচ্চার ওমর আবদুল্লা

‘‘আমরা কীভাবে আমাদের আগামী প্রজন্মের মুখোমুখি হব, যাদের জন্য় এক টুকরো জমি ছাড়া আর কিছুই নেই’’

author-image
IE Bangla Web Desk
New Update
omar abdullah, ওমর আবদুল্লা

ফাইল ছবি।

নিজের রাজ্য়ের জমি রক্ষা করতে মরিয়া ওমর আবদুল্লা। জম্মু-কাশ্মীরে নয়া জমি আইন ইস্য়ুতে কেন্দ্রকে ফের নিশানা করলেন জম্মু-কাশ্মীরের এই প্রাক্তন মুখ্য়মন্ত্রী। ‘আমাদের জমি ছিনিয়ে নিতে চায় কেন্দ্র আবার আশা করে যে আমরা মুখে কুলুপ এঁটে থাকব’, এ ভাষাতেই ফের সোচ্চার হয়েছেন ওমর আবদুল্লা।

Advertisment

দলের কর্মীদের উদ্দেশে এক বার্তায় ওমর বলেছেন, ‘‘আমরা কীভাবে আমাদের আগামী প্রজন্মের মুখোমুখি হব, যাদের জন্য় এক টুকরো জমি ছাড়া আর কিছুই নেই’’।

জম্মু-কাশ্মীরে কেন্দ্রের নয়া জমি আইন প্রসঙ্গে ন্য়াশনাল কনফারেন্স দলের নেতা বলেছেন, ‘‘আজও হিমাচল প্রদেশ, নাগাল্য়ান্ড, মেঘালয়, সিকিমে দেশের কোনও নাগরিক জমি কিনতে পারেন না। অথচ, জম্মু-কাশ্মীরের জন্য় আমরা যখন সোচ্চার হই, তখন আমাদের দেশবিরোধী বলা হয়’’।

আরও পড়ুন: জঙ্গি হামলায় কাশ্মীরে নিহত ৩ বিজেপি কর্মী

কেন্দ্রকে দুষে ওমর আরও বলেছেন, জম্মু-কাশ্মীরের কন্ঠ বরবারই দুর্বল করতে চেয়েছে কেন্দ্র। তাঁর কথায়, ‘‘আমাদের কন্ঠরোধ করা হয়েছে এবং আমাদের থেকে আমাদের অস্তিত্ব কেড়ে নেওয়া হয়েছে’’।

সম্প্রতি, জম্মু-কাশ্মীরের মর্যাদা পুনরুদ্ধারের লক্ষ্য়ে এক ছাতার তলায় এসেছে উপত্য়কার রাজনৈতিক দলগুলি। সে প্রসঙ্গে ওমর বলেছেন, ‘‘কেন্দ্রের প্রতারণার কারণেই, আমরা বাধ্য় হয়ে একটা প্ল্য়াটফর্মে এসেছি। নিজেদের মধ্য়ে ক্ষুদ্র রাজনৈতিক লড়াইয়ে লিপ্ত থাকার সময় এটা নয়...আমি আমার আসন সংখ্য়া গুনছি না। এটা ক্ষমতার লড়াই নয়। এটা মুখ্য়মন্ত্রীর কুর্সি দখলের লড়াই নয়...এটা আমাদের বাঁচার লড়াই, আমাদের ভবিষ্য়ৎ রক্ষার লড়াই’’।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment