Advertisment

ওমরকে মুক্তি দিলে আগামী সপ্তাহেই জানাবেন, কেন্দ্র-জম্মু-কাশ্মীর প্রশাসনকে সুপ্রিম নির্দেশ

উপত্যকায় ৩৭০ ধারা রদের পর থেকেই বন্দি রয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ওমর আবদুল্লা

জন নিরাপত্তা আইনে বন্দি ওমর আবদুল্লাকে ছাড়া হলে আগামী সপ্তাহেই যেন জানানো হয়। বুধবার জম্মু-কাশ্মীর প্রশাসন ও কেন্দ্রকে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। উপত্যকায় ৩৭০ ধারা রদের পর থেকেই বন্দি রয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী।

Advertisment

ওমরের দ্রুত মুক্তির দাবি জানিয়ে সর্বোচ্চ আদালতে আবেদন করেন থাঁর বোন সারা আবদুল্লা পাইলট। সেই মামলার শুনানিতেই এদিন বিচারপতি অরুণ মিশ্র ও এনআর শাহের ডিভিশন বেঞ্চ জানায়, 'যদি প্রশাসন বন্দি আবদুল্লাকে মুক্তি দিতে ইচ্ছুক থাকে তবে তা দ্রুত করা হোক। না হলে উঠে আসা বিভিন্ন যুক্তির ভিত্তিতে মামলা এগোবে।'

জম্মু-কাশ্মীরের বন্দি নেতাদের শীঘ্রই মুক্তি দেওয়া হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়েছেন। এমন দাবিই করেছেন নবগঠিত ‘জম্মু-কাশ্মীর আপনি পার্টি’র নেতা আলতাফ বুখারি। রবিবার শাহের সঙ্গে বৈঠক করেন বুখারির দলের প্রতিনিধিরা। স্বরাষ্ট্র মন্ত্রকও এক বিবৃতিতে পরে জানায়, ‘‘রাজনৈতিক বন্দিদের নির্দিষ্ট সময়ে মুক্তি দেওয়া হবে বলে বৈঠকে মন্তব্য করেছেন শাহ।’’ এখনও বন্দি দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি-সহ অনেক নেতা।

অন্য দিকে ভিন রাজ্যের জেলে বন্দি কাশ্মীরিদের ফেরাতে উপত্যকার সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন সদ্য মুক্তি পাওয়া ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা। রবিবার এক বিবৃতিতে ফারুক বলেছেন, ‘‘আমার অনুরোধ, বাইরের জেলে বন্দি কাশ্মীরিদের ফেরাতে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রের কাছে আবেদন জানানো হোক। আমাদের আশা, তাঁরা মুক্তিও পাবেন। কিন্তু অন্তত মানবিকতার খাতিরে এখন তাঁদের জম্মু-কাশ্মীরের জেলে ফেরানো হোক।’’

Read the full story in English

jammu and kashmir
Advertisment