Advertisment

গতকালের চেয়ে ২৭% বাড়ল সংক্রমণ, দেশে একদিনে করোনায় কাবু ২ লক্ষ ৪৭ হাজারের বেশি

দাবানলের মতো ছড়াচ্ছে ভাইরাস। মাত্রাছাড়া সংক্রমণে রাজ্যে-রাজ্যে থর হরি কম্প দশা।

author-image
IE Bangla Web Desk
New Update
National capital Delhi records 517 new Covid-19 cases, no deaths

ফের আতঙ্ক বাড়াচ্ছে করোনা।

দাবানলের মতো ছড়াচ্ছে ভাইরাস। গতকালের চেয়ে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা আজ ২৭ শতাংশ বেশি। গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৪৭ হাজারেরও বেশি মানুষ দেশজুড়ে করোনা আক্রান্ত হলেন। মাত্রাছাড়া সংক্রমণে রাজ্যে-রাজ্যে থর হরি কম্প দশা। ঘোর উদ্বেগে কেন্দ্রীয় সরকার।

Advertisment

করোনার লাগামছাড়া সংক্রমণ দেশজুড়ে। গতকালের চেয়ে ৫২ হাজারেরও বেশি মানুষ নতুন করোনা আক্রান্ত হলেন আজ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান বলছে, একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জন। সংক্রমিতের এই পরিসংখ্যান গতকালের চেয়ে ২৭ শতাংশ বেড়েছে।

এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১১ লক্ষ ১৭ হাজার ৫৩১। করোনার দৈনিক পজিটিভিটি রেট বর্তমানে ১৩.১১ শতাংশ। দেসে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ হাজার ৪৮৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৮৪ হাজার ৮২৫ জন।

করোনার তৃতীয় ঢেউয়ে তোলপাড় দেশ। সুনামির মতো ছড়াচ্ছে সংক্রমণ। রাজ্যে-রাজ্যে সংক্রমণের বিদ্যুৎ গতি। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটক-সহ একাধিক রাজ্যের সংক্রমণ পরিস্থিতি ঘোর উদ্বেগজনক। দেশের মধ্যে করোনা পজিটিভিটি রেটের নিরিখে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। কলকাতায় গত এক সপ্তাহে পজিটিভি রেট প্রায় ৬০ শতাংশ। এতেই উদ্বিগ্ন কেন্দ্র। এরই পাশাপাশি মহারাষ্ট্রেও চূড়ান্ত উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে করোনা।

আরও পড়ুন- মুম্বইয়ে ফের সংক্রমণের হাইজাম্প, চূড়ান্ত সতর্কতা মহারাষ্ট্রজুড়ে

বাণিজ্যনগরী মুম্বইয়ে গতকাল ফের একবার করোনার দৈনিক সংক্রমণের হাইজাম্প। মুম্বইয়ে গতকাল নতুন করে ১৬ হাজার ৪২০ জন করোনা আক্রান্ত হয়েছেন। মুম্বইয়ের পজিটিভিটি রেটও ১৮.৭ শতাংশ থেকে বেড়ে ২৪.৩ শতাংশে পৌঁছেছে। রাজ্যজুড়ে জুড়ে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের আশঙ্কা, জানুয়ারির শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজ্যে করোনর সংক্রমণ ব্যাপকভাবে বাড়তে পারে।

Read full story in English

coronavirus health Ministry Omicron
Advertisment