scorecardresearch

এয়ার ইণ্ডিয়া বিমানে হুলস্থূল, বাথরুমে সিগারেট খেয়ে ‘এমার্জেন্সি এক্সিট’ খুলতে উদ্ধত যাত্রী, তারপর……

পুলিশ জানিয়েছে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত তবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।

Air_India

এয়ার ইন্ডিয়ার বিমান হুলস্থূল! বিমানের বাথরুমে সিগারেট ধরিয়ে, বিমানের এমার্জেন্সি এক্সিট খোলার চেষ্টায় রীতিমত মরিয়া এক যাত্রী। লন্ডন থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীর এমন আচরণে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৩৭বছর বয়সী এক ব্যক্তিকে। বিমানের বাথরুমে ধূমপান করতে তিনি বিমান কর্মীদের হাতে হাতে নাতে ধরা পড়েন।

এয়ার ইন্ডিয়ার প্রস্রাবকাণ্ডের পর এবার আবারও একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। লন্ডন থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বাথরুমে ধুমপান করতে গিয়ে ধরা পড়েন ৩৭ বছর বয়সী এক ব্যক্তি। পুলিশ অভিযুক্ত রত্নাকর করুকান্ত দ্বিবেদীর বিরুদ্ধে আইপিসির ৩৩৬ ধারা এবং বিমান পরিষেবা সংক্রান্ত আইনের-এর ২২,২৩এবং ২৫ নম্বর ধারায় মামলা দায়ের করেছে।  

এয়ার ইন্ডিয়ার তরফে পুলিশকে জানানো হয়েছে বিমানে ধূমপান নিষিদ্ধ। ওই ব্যক্তি বাথরুমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে এবং যখন সমস্ত ক্রু মেম্বাররা বাথরুমের দিকে দৌড়ে যায়, এবং ওই ব্যক্তিকে হাতে নাতে ধরা হয়। এরপরই রমাকান্ত বিমানের ভিতর চিৎকার করতে থাকেন। কিছুক্ষণ পর তিনি বিমানের এমার্জেন্সি এক্সিট খোলার চেষ্টা করেন। তার আচরণে সকল যাত্রী রীতিমত ভয় পেয়ে যান। এরপর বিমান কর্মীরা তাকে ধরে বেঁধে তার আসনে বসায়।

পুলিশ জানিয়েছে, যাত্রীদের মধ্যে একজন চিকিৎসক ছিলেন। তিনি এসে তাকে পরীক্ষা করেন। ফ্লাইট অবতরণের পর রমাকান্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত তবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি আমেরিকান পাসপোর্ট। পুলিশ সূত্রে খবর ওই যাত্রী মদ্যপ ছিলেন কিনা তা জানার জন্য অভিযুক্তের নমুনা ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।  

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: On london mumbai flight man caught smoking in bathroom tried to open aircraft door