আজ গান্ধী জয়ন্তী, প্রধানমন্ত্রী মোদী এবং মল্লিকার্জুন খাড়গে সহ একাধিক শীর্ষ ব্যক্তিত্ব রাজঘাটে গিয়ে গান্ধীজিকে শ্রদ্ধা নিবেদন করেন।
গান্ধী জয়ন্তী উপলক্ষে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মহাত্মা গান্ধীকে স্মরণ করে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং মীনাক্ষী লেখি। পাশাপাশি গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। গান্ধী জয়ন্তী উপলক্ষে পোরবন্দরের কীর্তি মন্দিরে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
গান্ধী জয়ন্তীতে মহাত্মা গান্ধীকে স্মরণ করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন “মহাত্মা গান্ধীর প্রভাব বিশ্বব্যাপী, সমগ্র মানব জাতিকে ঐক্য ও সহানুভূতির চেতনা অনুসরণ করতে অনুপ্রাণিত করে। আমরা যেন সবসময় তার স্বপ্ন পূরণের জন্য কাজ করে চলি। তার চিন্তাভাবনা দেশের যুব সম্প্রদায়কে আজও অনুপ্রাণিত করে চলেছে। তিনি যে উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন তাকে বাস্তবে পরিণত করার মাধ্যমে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি পাবে।"
এদিন সকালে রাজঘাটে গান্ধীজয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা গান্ধীজিকে শ্রদ্ধা জানাতে এবং তাঁকে স্মরণ করতে রাজঘাটে পৌঁছান।
দেশ আজ (০২ অক্টোবর) জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী পালন করছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর গুরুত্বপূর্ণ অবদান অনস্বীকার্য। স্বাধীনতা আন্দোলনে দেশকে নেতৃত্ব দিয়ে ব্রিটিশ শক্তিকে দেশ থেকে বিতারিত করতে তিনি ছিলেন একজন মহান নেতা। তিনি ভারতবাসীকে একত্রিত করে অহিংসা ও সত্যের পথ অনুসরণ করে দেশকে স্বাধীন করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জাতির জনক মহাত্মা গান্ধী।
গান্ধীজি সর্বদা মানুষকে অহিংসা ও সত্যের পথে চলার পরামর্শ দিতেন। কথিত আছে যে তিনি এই শিক্ষাগুলি শুধুমাত্র ধর্মীয় গ্রন্থের মাধ্যমে পেয়েছিলেন। ২রা অক্টোবর দিল্লির রাজঘাটে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বাপুকে শ্রদ্ধা জানাতে আসছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। একই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও বাপুকে শ্রদ্ধা জানাতে রাজঘাটে পৌঁছেছেন।
এ উপলক্ষে দেশে পরিচ্ছন্নতা অভিযানও চালানো হচ্ছে। গতকাল, প্রধানমন্ত্রী মোদী থেকে বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা এই পরিচ্ছন্নতা অভিযানে সামিল হন।
একদিকে I.N.D.I.A. জোট আজ মুম্বাইতে 'ম্যায় ভি গান্ধী' নামে একটি শান্তি মিছিল বের করবে যাতে অনেক বড় নেতা অংশ নিতে পারেন, অন্যদিকে তৃণমূল কংগ্রেস (টিএমসি) দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুই দিনের জন্য বিক্ষোভ অবস্থান করতে চলেছে। আজ সোমবার (০২ অক্টোবর), সাংসদ ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টিএমসি প্রথমে রাজঘাটে এবং পরের দিন মঙ্গলবার (০৩ অক্টোবর) যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করবেন।
গান্ধীজয়ন্তী উপলক্ষে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন যে গান্ধীজি জন্মবার্ষিকীতে সত্য, অহিংসা এবং সরলতার প্রতিশ্রুতি আবারও পুনরাবৃত্তি করতে হবে এবং স্বাধীনতার জন্য একটি 'নতুন স্বাধীনতা আন্দোলন' শুরু করতে হবে। দেশকে ঘৃণা ও বিদ্বেষের বাতাবরণ থেকে মুক্তি দিতে হবে।'