‘আপনাদের অংশগ্রহণই এই কর্মসূচির সবচেয়ে বড় শক্তি’। রবিবার (২৮ মে) নতুন সংসদ ভবনের উদ্বোধনের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'মন কি বাত' অনুষ্ঠানের মাধ্যমে দেশের জনগণের সামনে নিজের ভাবন-চিন্তা তুলে ধরেন।
মোদী এদিনের ১০১ তম পর্বের 'মন কি বাত'-এর অনুষ্ঠানে দেশবাসির উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সকলে যেভাবে এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন, যে স্নেহ-ভালবাসা দেখিয়েছেন তা এককথায় অভূতপূর্ব। বলেন, 'মন কি বাত' সম্প্রচার বিশ্বের বিভিন্ন দেশে, বিভিন্ন সময়ে হলেও ১০০ তম পর্বে বিশ্বজুড়ে মানুষের অংশগ্রহণ রীতিমত আবেগপ্রবণ করে তোলে মোদীকে। সেকথাও তিনি আজকের মন কি বাত অনুষ্ঠানে সকলের সঙ্গে ভাগ করে নেন। নতুন সংসদ ভবনের উদ্বোধনের পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান 'মন কি বাত'-এর ১০১তম পর্বে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। ২৮ মে সাভারকরের জন্মদিবস। মন কি বাত-এর ১০১তম সংস্করণে তাঁকে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী মোদী।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী কেন্দ্রীয় সরকারের নানান উদ্যোগের কথা উল্লেখ করেন। মন কি বাত-এর সাফল্য নিয়েও আলোচনা করেন।২০১৪ সাল থেকে শুরু হয়েছিল এই মন কি বাত অনুষ্ঠান। এই অনুষ্ঠান দেশবাসীর কাছে পৌঁছানোর জন্য প্রধানমন্ত্রী মোদী সরকারের কর্মসূচির একটি প্রধান মাধ্যম হয়ে উঠেছে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'মন কি বাত'-এর এই পর্বটি দ্বিতীয় শতাব্দীর শুরু। গত মাসে আমরা সবাই মন কি বাতের শততম পর্বে অংশ নিয়েছিলাম। আপনাদের অংশগ্রহণ এই কর্মসূচির সবচেয়ে বড় শক্তি’।
মোদী এদিন বলেন, ‘এক ভারতের মহান চেতনাকে শক্তি দিতে দেশে এমনই এক অনন্য প্রচেষ্টা করা হয়েছে। এটাই যুব সঙ্গমের প্রয়াস’। যুব সঙ্গমের প্রথম রাউন্ডে, প্রায় ১,২০০ যুবক দেশের ২২ টি রাজ্য সফর করেছেন। এই সময়ে, এক ভারত, শ্রেষ্ঠ ভারত প্রকল্পের অধীনে যুব সঙ্গম প্রকল্প নিয়ে আলোচনা করার সময় প্রধানমন্ত্রী মোদী কিছু অংশগ্রহণকারীদের সঙ্গেও কথা বলেছেন।
পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী তার জাপান সফরের কথা উল্লেখ করে বলেন, ‘কয়েকদিন আগে আমি জাপানে গিয়েছিলাম যেখানে হিরোশিমা শান্তি স্মৃতিসৌধ দেখার সুযোগ পেয়েছি। এটি একটি আবেগময় মুহূর্ত ছিল। আমরা যখন ইতিহাসের স্মৃতি সংরক্ষণ করি, তা আগামী প্রজন্মকে অনেক সাহায্য করে’।প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘বিগত বছরগুলোতেও আমরা ভারতে নতুন ধরনের জাদুঘর ও স্মৃতিসৌধ তৈরি হতে দেখেছি। স্বাধীনতা সংগ্রামে উপজাতীয় ভাই-বোনদের অবদানকে উৎসর্গ করে দশটি নতুন জাদুঘর নির্মাণ করা হচ্ছে’।