Advertisment

রেলের বিভিন্ন পদে কাজের দায়িত্ব সংযুক্ত করার পরিকল্পনা

ভারতীয় রেলের কর্মীদের কাজ শুধু নির্দিষ্ট ক্ষেত্রেই আর আটকে থাকবে না। বরং তাঁদের দিয়ে বিভিন্ন কাজ করানোর ভাবনা রেখেছে রেল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি।

লকডাউনের মধ্যেই নয়া সিদ্ধান্ত নিতে চলেছে রেল। ভারতীয় রেলের কর্মীদের কাজ শুধু নির্দিষ্ট ক্ষেত্রেই আর আটকে থাকবে না। বরং তাঁদের দিয়ে বিভিন্ন কাজ করানোর ভাবনা রেখেছে রেল। যেমন টিকিট চেকিং করা ছাড়াও এবার থেকে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) টিকিট চেকিংয়ের কাজ করতে পারবেন।

Advertisment

ইলেক্ট্রিশিয়ান, ম্যাসন, ফিটার, অফিস পিয়ন, অপারেটিং পিয়ন, ইঞ্জিনিয়ারিং পিয়ন, রেকর্ড শর্টার, গেটম্যান ট্র্যাকম্যান, পয়েন্টস ম্যান-এদের ট্রেনিং দিয়ে একাধিক কাজে লাগানো হতে পারে। অর্থাৎ রেলের কর্মক্ষেত্রেও 'মার্জিং' বা কাজ একত্রীকরণের ভাবনা রয়েছে। সূত্রের খবর, রেলওয়ে বোর্ড চূড়ান্ত বিবেচনার জন্য আঞ্চলিক রেলপথের সঙ্গে পরামর্শ করে যুগ্ম সচিবস্তরের আধিকারিকদের নিয়ে একটি আট সদস্যের কমিটিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্রের খবর এই কাজ করার জন্য একটি সংস্থাকে দায়িত্ব দিতে পারে রেল। সেই বিষয়টি নিয়ে আঞ্চলিক রেলওয়ের তরফে রেলওয়ে বোর্ডের কাছে কিছু পরামর্শ দেওয়া হয়েছে, যা নিয়ে কথাবার্তা চলছে রেলের অন্দরে। আধিকারিকদের মতে যে সব কর্মীরা ফিল্ডে কাজ করেন তাঁদের একটি কাজে সীমাবদ্ধ না রেখে একত্রীকরণের কাজ করানো।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

indian railway
Advertisment