দেশবাসীর জন্য একটিই ইউনিক আইডি বরাদ্দ হোক। এই প্রস্তাব ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকলজি মন্ত্রকের। বর্তমানে ভোটার, প্যান, আধার, গাড়ির লাইসেন্স, পাসপোর্ট সহ পৃথক পৃথক একাধিক সরকারি পরিচয়পত্র রয়েছে। কেন্দ্রের বক্তব্য, কোনও ব্যক্তিকে আর আলাদা আলাদা পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে না, ইউনিক আইডি কার্ডের সঙ্গে অন্যান্য পরিচয়পত্রগুলির তথ্য সংযোগ করা হবে ও সেগুলির হদিশ মিলবে নিমেষে। এরফলে প্রত্যেক দেশবাসী তাঁদের ডিজিটাল পরিচয় পত্রগুলির কেওয়াইসিও করাতে পারবেন।
কেন্দ্রীয় এই প্রস্তাব দ্রুত পাবলিক ডোমেইনে আসবে বলে আশা করা হচ্ছে এবং ২৭ ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রক এই নিয়ে নানা পরামর্শও দাবি করবে।
আধার কার্ডের সঙ্গে সব পরিচয়পত্রের নম্বর যুক্ত করা বাস্তবে অসম্ভব বলে মনে করছে কেন্দ্র। কিন্তু ইউনিক ডিজিটাল কার্ড থাকলে এই সমস্যার সমাধান হতে পারে। ইউনিক কার্ডের মাধ্যমেই সরকারি সব পরিচয়পত্রের তথ্য মিলবে।
Read in English