ভালোবাসার দিনেই রক্তে ভিজেছিল পুলওয়ামা। এক বছর আগের সেই ভায়ঙ্কর স্মৃতি এখনও টাটকা। গত বছর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা হয়। প্রাণ হারান ৪০ জন জওয়ান। এই হামলারদায় স্বীকার করে জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ। শহিদদের স্মরণে জম্মু-কাশ্মীরের লেথপোরা ক্যাম্পে শুক্রবার উদ্বোধন করা হবে স্মৃতিসৌধ। পুলওয়ামায় শহিদ জাওয়ানদের নামের পাশাপাশি তাঁদের ছবিও থাকছে ওই সৌধে। সিআরপিএফ-র অতিরিক্ত ডিরেক্টর জুলফিকিয়ার হাসান জানিয়েছেন, 'পুলওয়ামার ঘটনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। ওই ঘটনার পর বাহিনীর যাতাযাতের সময় অতিরিক্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়ে থাকে।'
এদিন শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য জানিয়ে টুইট করেছে সিআরপিএফ। টুইটবার্তায় বলা হয়, 'আমরা ভুলিনি। আমরা ক্ষমা করিনি। দেশের জন্য আমাদের যে ভাইরা পুলওয়ামায় নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের স্যালুট জানাচ্ছি। বীর শহিদ জওয়ানদের পরিবারের পাশে রয়েছি আমরা।'
"तुम्हारे शौर्य के गीत, कर्कश शोर में खोये नहीं।
गर्व इतना था कि हम देर तक रोये नहीं।"WE DID NOT FORGET, WE DID NOT FORGIVE: We salute our brothers who sacrificed their lives in the service of the nation in Pulwama. Indebted, we stand with the families of our valiant martyrs. pic.twitter.com/GfzzLuTl7R
— ????????CRPF???????? (@crpfindia) February 13, 2020
শহিদ জওয়ানদের স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি জানিয়েছেন, 'গতবছরের ভয়াবহ পুলওয়ামা হামলায় প্রাণ হারানো সাহসী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার্ঘ্য। যাঁরা আমাদের দেশের সুরক্ষায় জীবন উৎসর্গ করেছিলেন তাঁরা প্রত্যেকেই ব্যতিক্রমী। ভারত এই শাহীদদের আত্মত্যাগ ও বীরত্ব কোনও দিনও ভুলবে না।'
Tributes to the brave martyrs who lost their lives in the gruesome Pulwama attack last year. They were exceptional individuals who devoted their lives to serving and protecting our nation. India will never forget their martyrdom.
— Narendra Modi (@narendramodi) February 14, 2020
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটে লেখেন, '২০১৯ সালে পুলওয়ামায় কাপুরোষচিত হামলায় শহিদ সিআরপিএফ জওয়ানদের স্মরণ করছি। ভারত কোনওদিন তাঁদের আত্মত্যাগের কথা ভুলবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারাদেশ একসঙ্গে লড়বে।'
Remembering the fallen @crpfindia personnel who were martyred during the dastardly attack in Pulwama(J&K) on this day in 2019.
India will never forget their sacrifice. Entire nation stands united against terrorism and we are committed to continue our fight against this menace.
— Rajnath Singh (@rajnathsingh) February 14, 2020
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মাইক্রো বল্গিং সাইটে জানিয়েছেন, 'নিজেদের প্রাণের বিনিময়ে মাতৃভূমির সার্বভৌমত্ব ও অখণ্ডতা যাঁরা রক্ষা করলেন ভারতবাসী সবসময়ই সেইসব শহিদ ও তাঁদের পরিবারের প্রতি কৃতজ্ঞ থাকবে।'
Tributes to an exceptional leader Sushma Swaraj ji on her jayanti.
A disciplined karyakarta, a fierce orator and an outstanding parliamentarian who never compromised on her ideals.
She will always be remembered for her kind nature & helping the distressed in their trying times.
— Amit Shah (@AmitShah) February 14, 2020
শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, '২০১৯ সালে আজকের দিনে পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ জওয়ানদের স্মরণ করছি। বীর জওয়ানদের স্যালুট জানাচ্ছি। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। জয় হিন্দ।'
Solemnly remembering the CRPF jawans martyred in Pulwama on this day in 2019 after a terror attack. We salute our brave jawans and extend our solidarity and condolences to their families. Jai Hind
— Mamata Banerjee (@MamataOfficial) February 14, 2020
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন