Virat Kohli: টি-টুয়েন্টি বিশ্বকাপে এযাবৎকাল পারফরম্যান্স সুবিধাজনক নয় ভারতীয় দলের। ক্রিকেট প্রেমীদের একাংশ টিম ইন্ডিয়ার প্রথম একাদশকে কাঠগড়ায় তুলেছে। এবার তাঁদের নিশানায় বিরাট কোহলির খুদে সন্তান। অনলাইনে সেই সদ্য়োজাতের বিরুদ্ধে উড়ে এসেছে হুমকিও। সেই ঘটনায় ক্যাপ্টেন কোহলির পাশে দাঁড়ালেন রাহুল গান্ধি। মঙ্গলবার ট্যুইট করে কংগ্রেস সাংসদ লেখেন, ‘প্রিয় বিরাট, এদের মন হিংসায় পূর্ণ। কারণ কেউ এদের ভালোবাসা দেয়নি। তাই এদের ক্ষমা করে দাও। দলকে রক্ষা করো।‘
এদিকে এই ঘটনা জানাজানি হতেই সক্রিয় হয়েছে দিল্লি মহিলা কমিশন। অবিলম্বে দিল্লি পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তান ম্যাচ হারার পর থেকেই এভাবে হুমকি মেসেজ ছড়ানো হয়েছে। দিল্লি পুলিশকে এই মর্মে সক্রিয় হতে নির্দেশ দিয়েছে কমিশন।
দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল বলেন, 'বিরাট কোহলি সতীর্থ মহম্মদ শামির পাশে দাঁড়াতেই তাঁকে আক্রমণ করা শুরু হয়েছে। এটা খুব গুরুতর অপরাধ এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।‘ পাশাপাশি শামির সমর্থনে এগিয়ে এসে ঠিক কী বলেছেন বিরাট কোহলি? তিনি বলেছেন, ‘আমার কাছে ধর্ম নিয়ে কাউকে আঘাত করার মতোন জঘন্য আর কিছু হতে পারে না। প্রত্যকের নিজস্ব মতপ্রকাশের অধিকার রয়েছে। কিন্তু আমি ভাবতেই পারি না কারও বিরুদ্ধে ধর্ম নিয়ে বৈষম্যের কথা তুলবো। ধর্ম খুব পবিত্র এবং ব্যক্তিগত জায়গা। তাকে সেখানেই রাখা উচিত।‘
এখানেই শেষ নয় আরও সুর চড়িয়েছেন ক্যাপ্টেন কোহলি। তিনি জুড়েছেন, ‘মানুষ তাঁদের হতাশার বহিপ্রকাশ ঘটান কারণ তাঁরা জানেন না ব্যক্তিগত স্তরে আমাদের কতটা উজাড় করে দিতে হয়। মাঠে নেমে আমাদের কীভাবে খেলতে হয়! মহম্মদ শামি আগে বহুবার ভারতকে ম্যাচ জিতিয়েছেন। জাতীয় দলের প্রথম একাদশে জসপ্রীত বুমরার সঙ্গেই ও নির্ভরযোগ্য হয়ে উঠেছে।‘
অপরদিকে, বিরাটের এভাবে সরব হওয়াকে কুর্নিশ জানাল বলিউডের একটি অংশ। ফারহান আখতার লিখেছেন, ‘ভালো বলেছো অধিনায়ক।‘ বিরাটের মন্তব্য উদ্ধৃত করে ট্যুইটারে হাততালি ইমোজি দিয়ে সমর্থন জানান স্বরা ভাস্কর। পরিচালক-প্রযোজক সুধীর মিশ্র লিখেছেন, ‘অধিনায়ক মুখ খুলেছেন।‘
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন