Advertisment

চোখে মুখে ক্লান্তি-আতঙ্ক যেন এখনও স্পষ্ট! ইজরায়েল থেকে দেশে ফিরলেন আরও ২৭৪ ভারতীয়

এখনও পর্যন্ত মোট ৯১৮ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলেই জানিয়েছে বিদেশমন্ত্রক।

author-image
IE Bangla Web Desk
New Update
operation ajay, israel hamas war, indians in Israel, Israel Hamas conflict, Israel palestine conflict, Israel Palestine, palestinians, Israel Palestine war",

এখনও পর্যন্ত মোট ৯১৮ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলেই জানিয়েছে বিদেশমন্ত্রক।

যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে দেশে ফিরলেন আরও ২৭৪ জন ভারতীয়। চোখে মুখে ক্লান্তি-আতঙ্ক। স্বজনদের দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকেই।

Advertisment

ইজরায়েলি শহরগুলিতে একের পর এক হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে দেশে ফিরতে চেয়ে আবেদন জানান অসংখ্য ভারতীয়। এরপরই  তাদের ফিরিয়ে আনার জন্য ১২ অক্টোবর 'অপারেশন অজয়' শুরু করে।

ইসরায়েল-হামাস সংঘর্ষের মধ্যে আরও ২৭৪ জন ভারতীয়কে নিয়ে  চতুর্থ বিমান ভারতে এসে পৌঁছেছে। এখনও পর্যন্ত মোট ৯১৮ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলেই জানিয়েছে বিদেশমন্ত্রক।  

তেল আবিবের ভারতীয় দূতাবাস আগেই ঘোষণা করেছিল যে শনিবার ভারতীয়দের নিয়ে দুটি বিমান দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। প্রথমটি স্থানীয় সময় ৫.৪০ মিনিটে ছাড়ে এবং দ্বিতীয় ফ্লাইটটি ২৭৪ ভারতীয় নাগরিককে নিয়ে রাত ১১.৪৫ মিনিটে ইজরায়েলের মাটি ছাড়ে।  

বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এক্স (পূর্বে টুইটারে) পোস্ট করেছেন, “অপারেশন অজয় ​​এগিয়ে যাচ্ছে। আরও ২৭৪ জন যাত্রী ভারতে ফিরছেন।

বিদেশ সচিব সঞ্জীব সিংলা সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, “ইজরায়েলে আমাদের সকল নাগরিক যারা দেশ ছেড়ে ভারতে ফিরে আসতে চান তাদের সুবিধার্থে দূতাবাস সার্বক্ষণ কাজ করছে। অনেকেই আমাদের কাছে দেশে ফেরার অনুরোধ জানিয়েছেন। আমরা সবাইকে ধৈর্য রাখার  আহ্বান জানাই।”

"দূতাবাস ইতিমধ্যেই সেই সব ভারতীয় নাগরিকদের ই-মেইল করেছে যারা শনিবার দুটি বিশেষ ফ্লাইটের পরবর্তী ব্যাচের জন্য নিজেদের নাম রেজিস্টার করেছেন। "

বৃহস্পতিবার ইজরায়েল থেকে প্রথম বিশেষ বিমানে ২১২ জনকে দেশে ফিরিয়ে আনা হয়। ২৩৫ জন ভারতীয় নাগরিকের দ্বিতীয় ব্যাচ শুক্রবার গভীর রাতে যাত্রা করে। তৃতীয় বিমানে ও চতুর্থ বিমানে ১৯৭ এবং ২৭৪ জন ভারতীয়কে দেশে উড়িয়ে আনা হয়েছে।

হামাসের হামলায় ইজরায়েলে ১৩০০-এর বেশি লোক নিহত হয়েছেন। অন্যদিকে ইজরায়েলের প্রতিশোধমূলক পদক্ষেপ গাজায় কমপক্ষে ২২০০ মানুষের মৃত্যু হয়েছে।

Israel-Palestine clash
Advertisment