Advertisment

আতঙ্ক যেন পিছু ছাড়ছে না, কানে বাজছে যুদ্ধের সাইরেন, ইজরায়েল থেকে ভারতে ফিরল আরও ২৮৬ জন

ইতিমধ্যে ১১৮০ জনকে দেশে ফিরিয়ে নিয়ে আনা সম্ভব হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Gaja Patti,Gaja patti Kya Hai,hamas Israel conflict,israel hamas war,Israel palestine conflict,Israel Palestine Jung,Israel-palestine war,Operation Ajay,Hamas,286 Indians have been brought from Israel,18 Nepali citizens brought back from Israel war zone,Hamas attacked Israel,Indians in Israel

পঞ্চম বিমানে দেশে উড়িয়ে আনা হল ১৮ নেপালি সহ ২৮৬ জন, দিল্লি ফিরেই মোদীকে ধন্যবাদ

'অপারেশন অজয়'-এর অধীনে, নেপালের ১৮ জন নাগরিক সহ দেশে ফিরলেন মোট  ২৮৬ জন।  মঙ্গলবার (১৭ অক্টোবর) গভীর রাতে ইজরায়েল থেকে বিমানে তাদের সকলকেই উড়িয়ে নিয়ে আসা হয় নয়াদিল্লিতে। বিমান বন্দরে তাঁদের সকলকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান। তিনি বলেন যে 'আমরাই প্রথম দেশ যারা এই মিশনের আওতায় যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে প্রতিবেশী দেশের নাগরিকদেরও নিরাপদে উদ্ধার করে এনেছি'।

Advertisment

কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান আরও বলেছেন, 'যেখানে ভারতীয়রা আটকে আছেন,  তাদের ফিরিয়ে আনাই আমাদের অগ্রাধিকার। আমরা সফলভাবে অপারেশন গঙ্গা এবং অপারেশন কাবেরী পরিচালনা করেছি, এখন অপারেশন অজয়ের অধীনে আমরা ইজরায়েল থেকে ভারতীয়দের ফিরিয়ে আনছি। এটি পঞ্চম উড়ান, এবং আমরা ইতিমধ্যে ১১৮০ জনকে দেশে ফিরিয়ে নিয়ে এসেছি'।  

প্রধানমন্ত্রী মোদী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, ইজরায়েল থেকে ফিরে আসা একজন ভারতীয় নাগরিক সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, 'আমি হাইফা, ইসরায়েল থেকে আসছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের দেওয়া নিরাপত্তা প্রটোকল অনুসরণ করতে হয়েছিল। ভারত সরকার আমাদের অনেক সাহায্য করেছে, আমরা দূতাবাসের কাছে কৃতজ্ঞ'। আরেক ভারতীয় নাগরিক রমেশ বলেন, 'আমরা সবে ইজরায়েল থেকে ফিরেছি। ভারতীয় দূতাবাসের দেওয়া সুযোগ-সুবিধা খুবই ভাল ছিল। ইজরায়েলে ভারতীয় দূতাবাস থেকে আমরা অনেক সাহায্য পেয়েছি’।

নেপালি নাগরিকও ভারত সরকারকে ধন্যবাদ জানান

ভারতীয় নাগরিকদের সঙ্গে একই বিমানে দিল্লি আসেন ১৮ জন নেপালি নাগরিকও। ইজরায়েল থেকে ফিরে আসা নেপালি নাগরিক অম্বিকা এএনআইকে বলেছেন, 'ইজরায়েলের পরিস্থিতি বিপজ্জনক। আমরা ভয় পেয়েছিলাম, দিনে-রাতে বিস্ফোরণ...সাইরেনের আওয়াজ। আমাদের ফিরিয়ে আনার জন্য আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাতে চাই। অনেক নেপালি নাগরিক এখনও ইজরায়েলে আটকে রয়েছেন’।  

ভারতে নেপালের রাষ্ট্রদূত নেপালি নাগরিকদের উদ্ধার প্রসঙ্গে বলেছেন, 'আমরা ভারত  সরকারকে ধন্যবাদ জানাতে চাই ইজরায়েল থেকে নেপালি নাগরিকদের দিল্লিতে ফিরিয়ে আনার জন্য। তারা নিরাপদে এখানে পৌঁছেছে। ইসরায়েলে প্রায় সাড়ে চার হাজার নেপালি রয়েছে, যার মধ্যে ৪০০ জনকে সরিয়ে আনা সম্ভব হয়েছে। নেপাল সরকারও তাদের ফিরিয়ে আনতে কাজ করছে'।

Israel-Palestine clash
Advertisment