/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-148.jpg)
অপেক্ষার প্রহর গোনা শেষ, দেশে ফিরেই আনন্দে চোখে জল, ইজরায়েল থেকে উড়ে এলেন আরও ১৯৭ ভারতীয়
ইজরায়েল থেকে দেশে উড়িয়ে নিয়ে আসা হল আরও ১৯৭ জন ভারতীয়কে। তাঁদের সকলকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
অপারেশনঅজয়: ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের মধ্যে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। ইজরায়েলে থাকা ভারতীয় নাগরিকের সংখ্যা প্রায় ২০ হাজার। এর মধ্যে বেশিরভাগই ছাত্র, আইটি পেশাদার এবং হীরা ব্যবসায়ী।
হামাস এবং ইজরায়েলের মধ্যে চলছে ভয়ঙ্কর যুদ্ধ। ইজরায়েল থেকে সেদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার কথা এর আগে ঘোষণা করেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। এবার 'অপারেশন অজয়'-এর অধীনে ইজরায়েল থেকে তৃতীয় দফায় আরও ১৯৭ জন ভারতীয়কে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ অর্থাৎ ১৫ অক্টোবর ভোরে একটি চার্টার্ড বিমানে করে তাদের সকলকে দিল্লি আনা হয়েছে। দিল্লি বিমানবন্দরে তাদের সকলকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর। ইজরায়েল থেকে দেশে ফিরেই ভারতীয়দের মুখে খুশির ঢেউ।
প্রধানমন্ত্রীমোদীকেঅভিনন্দনজানিয়েছেনকেন্দ্রীয়মন্ত্রী
কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর বলেছেন, "আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশ মন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদাই দেশের নাগরিকদের কল্যানের জন্য প্রাণপাত করে চলেছেন। সেই প্রচেষ্টার অধীনে ভারতীয় নাগরিকদের ইজরায়েল থেকে নিরাপদে দেশে উড়িয়ে আনতে অপরেশন অজয় চালু করা হয়েছে। নিজের দেশে ফিরে আসার পর সকলেই এখন বেশ খুশি। "
ইজরায়েলের তেল আবিব-এ ভারতীয় দূতাবাস সোশ্যাল মিডিয়া এক্স-এ লিখেছে, "অপারেশন অজয়ের অধীনে তৃতীয় বিমান আজ তেল আবিব থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছে। দূতাবাস সকলের নিরাপদ যাত্রা কামনা করেছে।" কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করও সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ লিখেছেন, "অপারেশন অজয়ের অধীনে আরও ১৯৭ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হচ্ছে।"
এপর্যন্ত৬৪৪জনকেফিরিয়েআনাহয়েছে
এর আগেও ইজরায়েল থেকে একে একে দু’দফায় ভারতীয় নাগরিকদের দেশে ফেরানো হয়েছে। ১৪ অক্টোবর, অপারেশন অজয়ের অধীনে তেল আবিব থেকে ২৩৫ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছিল এবং ১২ অক্টোবরও ২১২ ভারতীয় নাগরিককে ইজরায়েল থেকে দেশে উড়িয়ে আনা হয়। এ পর্যন্ত মোট ৬৪৪ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।