Advertisment

গভীর গর্তে পড়ে গেল তিন বছরের শিশু, চলছে উদ্ধারকাজ

প্রশাসনের এক কর্তা জানিয়েছেন গর্তের মধ্যে সুজিতকে বসে থাকতে দেখা গিয়েছিল। সেখানে বসে সে কাঁদছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গর্ত থেকে শিশু উদ্ধারের কাজ চলছে।

তামিলনাড়ুর নাডুকাট্টুপাট্টিতে শুক্রবারই ৩৫ ফুট গভীর কূপে পড়ে যায় তিন বছরের শিশু। গতকাল থেকেই শুরু হয়েছে উদ্ধারকাজ। আজ, শনিবার দ্বিতীয়দিনেও চলছে শিশুটিকে উদ্ধারের কাজ।

Advertisment

আরও পড়ুন: আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ‘উদ্ভট’ ও ‘ভিত্তিহীন’, জবান রামানির বান্ধবীর

পুলিশের তরফে জানানো হয়েছে, সুজিত উইলসন শুক্রবার বিকেল নাগাদ পরিত্যাক্ত কুয়োর পাশে খেলছিল। সেই সময়ই অসাবধানতায় তিন বছরের শিশুটি ওই গর্তে পড়ে যায়। তারপরই স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়। তারপর থেকেই শুরু হয়েছে উদ্ধারকাজ।

আরও পড়ুন: ডিটেনশন ক্যাম্প থেকে অবিলম্বে অমুসলমান বন্দিদের মুক্তির দাবি নেলেকের

সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, প্রশাসনের এক কর্তা জানিয়েছেন গর্তের মধ্যে সুজিতকে বসে থাকতে দেখা গিয়েছিল। বসে বসে সে কাঁদছিল। মাটির উপর থেকে সিলিন্ডারের সাহায্যে অক্সিজেন দেওয়া হচ্ছে।

Read  the full story in English

tamil nadu
Advertisment