Advertisment

আচমকা দিল্লিতে প্যালেস্তাইনের রাষ্ট্রদূতের কাছে ভারতের বেশ কয়েকজন নেতা, কী কথা হল?

বিরোধী নেতারা ১৯৬৭ সালের রাষ্ট্রসংঘের প্রস্তাব অনুযায়ী সীমান্ত বরাবর একটি স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক দুনিয়ার কাছে আহ্বান জানিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
16 Opposition leaders meet Palestinian Ambassador in Delhi, express solidarity

সোমবার বেঙ্গালুরুতে প্যালেস্তাইনপন্থী বিক্ষোভ। (পিটিআই)

ইসরায়েল-হামাস যুদ্ধ চলাকালীনই সংসদ সদস্য-সহ অন্যান্য স্তরের ১৬ জনপ্রতিনিধি নয়াদিল্লিতে প্যালেস্তাইনের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করলেন। প্যালেস্তাইনের পাশে থাকার বার্তা দিলেন। প্রতিনিধিদলের সদস্যরা পশ্চিম এশিয়ায় একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছনোর জন্য আন্তর্জাতিক দুনিয়ার চেষ্টা জরুরি বলে জানিয়েছেন। ১৬টি দলের থেকে এই প্রতিনিধিরা এসেছিলেন প্যালেস্তাইনের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে। দেখা করার পর প্রতিনিধিদলের সদস্যরা তাঁদের কিছু সিদ্ধান্ত সাংবাদিকদের সামনে পড়ে শোনান।

Advertisment

সেই সব প্রস্তাব হল, 'আন্তর্জাতিক দুনিয়াকে অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য এবং প্যালেস্তাইনের জনগণের অধিকার আর মর্যাদাকে সম্মান করার জন্য ইজরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে হবে।' গাজার জনগণের ওপর ইজরায়েলের নির্বিচারে বোমাবর্ষণকে প্রতিনিধিরা গণহত্যার চেষ্টা বলে মনে করেছেন। তার তীব্র নিন্দা করেছেন। নিরীহ মানুষের প্রাণহানি, বাড়িঘর এবং পরিকাঠামো ধ্বংস রোধ করতে অবিলম্বে গাজায় সমস্ত শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন প্রতিনিধিরা। সঙ্গে, রাষ্ট্রসংঘের ১৯৬৭ সালের প্রস্তাব অনুযায়ী স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক দুনিয়ার কাছে আহ্বানও জানিয়েছেন প্রতিনিধিরা।

এই ব্যাপারে প্রতিনিধিরা বলেছেন, 'প্যালেস্তাইনের স্বীকৃতি ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাতের একটি স্থায়ী এবং ন্যায়সংগত সমাধান হয়ে উঠতে পারে।' দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলার সময়, প্রতিনিধিদলের অংশ বিএসপি সাংসদ কুনওয়ার দানিশ আলি, বলেছেন যে তারা প্যালেস্তাইনের রাষ্ট্রদূতের সাথে দেখা করেছেন এটি স্পষ্ট করতে যে ভারত ফিলিস্তিনের সমর্থনে দাঁড়িয়েছে। “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সোশ্যাল মিডিয়া পোস্ট একটি বার্তা পাঠিয়েছিল যে সমগ্র ভারত ইজরায়েলের সাথে রয়েছে। যা একটা বিভ্রান্তি তৈরি করেছিল। আসলে ভারত প্যালেস্তাইনের পাশে দাঁড়িয়েছে।'

আরও পড়ুন- ইজরায়েল-হামাস সংকটে ইরানের ভূমিকা ঠিক কেমন? কী বলছেন বিশেষজ্ঞ?

দানিশ আলির কথার সুর ধরেই জেডি(ইউ) মুখপাত্র কেসি ত্যাগী বলেছেন, 'শিশু, বয়স্ক এবং হাসপাতালের ওপর ইজরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে আমরা প্যালেস্তাইনের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করলাম।' এর আগে মোদি এক্স-এ একটি পোস্টে লিখেছেন, 'ইজরায়েলে জঙ্গি হামলার খবরে গভীরভাবে মর্মাহত। আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা হামলার শিকার নিরীহ ইজরায়েলবাসী এবং তাঁদের পরিবারের সঙ্গে রয়েছে। এই কঠিন সময়ে আমরা ইজরায়েলের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।'

United Nations Israel-Palestine clash Oppositions
Advertisment