/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/pm.jpg)
ফাইল চিত্র
গুজরাটের নির্বাচন থেকে দেশের দুই লোকসভা নির্বাচন। নরেন্দ্র মোদীর বাকপটুতায় মুগ্ধ হয়েছে দেশও। প্রচারের মঞ্চে মোদীর জনপ্রিয়তা এখনও তুঙ্গে। সেই আবহে নির্বাচনের মোড় ঘোরাতে এবার নমোর শরণাপন্ন হলেন বিরোধী দলের রাজনৈতিক নেতারা।
রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি দেশের পাঁচ রাজ্যের নির্বাচনে যেভাবে বিজেপির হয়ে প্রচার করছেন প্রধানমন্ত্রী তা থেকে স্পষ্ট পদ্ম শিবিরের 'বাগ্মী' তিনিই। তাই এবার মোদীর জনপ্রিয়তা কাজে লাগিয়ে জয়ে ব্যবধান বাড়াতে চাইছেন বিরোধী শিবিরের একাধিক নেতা। সোশাল মিডিয়ায় জানালেন সেই আহ্বানও।
Dear Prime Minister @narendramodi, please campaign in Thiruchendur. I am the DMK candidate here and it will help me in widening my winning margin. Thank you sir.
— Anitha Radhakrishnan (@ARROffice) April 2, 2021
তামিলনাড়ুর প্রধান বিরোধীদল ডিএমকের একাধিক প্রার্থীর আর্জি নরেন্দ্র মোদী শাসক দল ও জোট শরিক এআইএডিএমকের হয়ে প্রচার করলে ডিএমকে প্রার্থীদের জয়ের ব্যবধান আরও বাড়বে। এর কারণ বিজেপির জনপ্রিয়তা কমেছে সেখানে,এমনটাই মত।
Dear Prime Minister @narendramodi, please campaign in Thiruvannamalai. I am the DMK candidate here and it will help me in widening my winning margin. Thank you sir.
— E.V. Velu (@evvelu) April 2, 2021
ডিএমকে প্রার্থী অনিতা রাধাকৃষ্ণণ লেখেন, ”প্রিয় প্রধানমন্ত্রী, আমি ডিএমকের প্রার্থী। দয়া করে আমার কেন্দ্রে এসে প্রচার করুন। এতে আমার জয়ের ব্যবধান বাড়বে।” ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে ট্রোল শুরু হয়েছে টুইটারে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন