জাতীয় সম্পদ বেচে দেওয়ার বাজেট। কেন্দ্রীয় বাজেট-২০২১’র সমালোচনায় এভাবেই সরব বিরোধীরা। গরিব, বেতনভুক আর কৃষকদের বঞ্চিত করে দিশাহীন এই বাজেট পেশ। অভিযোগ কংগ্রেস, সিপিএম-সহ অন্য দলগুলোর। আর্থিকবৃদ্ধি এবং বাজারের চাহিদা বাড়ানোর কোনও পথ নেই কেন্দ্রীয় বাজেটে, দাবি তাদের।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেটের সমালোচনা করে রাহুল গান্ধি বলেন, “দেশের সম্পদ মোদিজি তাঁর কর্পোরেট বন্ধুর কাছে বেচতে এই বাজেট।” প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন, ‘এই বাজেটে হয়তো মাথা আছে কিন্তু কোন হৃদয় নেই। পরিকাঠামো উন্নয়নে যে ব্যাপক বরাদ্দ করা হয়েছে, ঠিক সেই পরিমাণ বরাদ্দ গরিব, শ্রমজীবী, কৃষক, মধ্যবিত্তের উন্নয়নে প্রয়োজন ছিল।’ এই রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বাজেটকে দিশাহীন ও বিভ্রান্তিকর আখ্যা দিয়েছেন।
তিনি বলেন, ‘মানুষের হাতে টাকা তুলে দিয়ে বাজারে চাহিদা বাড়ানোর প্রয়োজন ছিল। কিন্তু এই বাজেটে গরিব আরও গরিব হবে, বিত্তবানদের বিত্ত বাড়বে।’ প্রদেশ কংগ্রেস সভাপতি এবং কংগ্রেসের সংসদীয় দলের নেতা অধীর চৌধুরীর অভিযোগ, ‘বেসরকারিকরণ এই বাজেটের মূল লক্ষ্য। দেখনদারি অনেক কিন্তু আদতে প্রাইভেটাইজেশন লক্ষ্য।’