এক্সপ্রেস আড্ডা: আমরা যা চেয়েছিলাম তা পাইনি, মন্তব্য সীতারমণের
"এই চুক্তিতে যোগদান করিনি মানে এটা নয় যে আমরা ব্যাণিজ্য ক্ষেত্রের সব দরজা বন্ধ করে দিচ্ছি। আমরা অত্যন্ত সক্রিয়ভাবেই বিশ্বের ব্যাণিজিক সম্প্রদায়ের সঙ্গে সংযুক্ত।"
"এই চুক্তিতে যোগদান করিনি মানে এটা নয় যে আমরা ব্যাণিজ্য ক্ষেত্রের সব দরজা বন্ধ করে দিচ্ছি। আমরা অত্যন্ত সক্রিয়ভাবেই বিশ্বের ব্যাণিজিক সম্প্রদায়ের সঙ্গে সংযুক্ত।"
মুক্ত বাণিজ্য চুক্তিতে (রিজিওনাল কম্প্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ বা আরসিইপি) ভারতের 'না' প্রসঙ্গে এক্সপ্রেস আড্ডায় মুখ খুললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন, "মূলত যে বিষয়গুলি আমাদের প্রত্যাশিত ছিল, তা পূরণ করা হয়নি। আমরা যেটা চেয়েছিলাম সেটা আমরা পাইনি"। মুম্বাইয়ে অনুষ্ঠিত এক্সপ্রেস আড্ডায় অর্থমন্ত্রী বলেন, "আমরা চেয়েছিলাম, চুক্তিটিকে এগিয়ে নিয়ে যেতে। আমি অত্যন্ত সন্তুষ্ট যে সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলি বলেছে যে তারা আমাদের এই প্রত্যাশা পূরণের চেষ্টা করবে। এই চুক্তিতে যোগদান করিনি মানে এটা নয় যে আমরা ব্যাণিজ্য ক্ষেত্রের সব দরজা বন্ধ করে দিচ্ছি। আমরা অত্যন্ত সক্রিয়ভাবেই বিশ্বের ব্যাণিজিক সম্প্রদায়ের সঙ্গে সংযুক্ত।"
Advertisment
প্রসঙ্গত, সোমবার ভারত সিদ্ধান্ত নিয়েছে তারা আপাতত মুক্ত বাণিজ্য চুক্তি (আরসেপ)-এ স্বাক্ষর করবে না। যতক্ষণ না পর্যন্ত বকেয়া গুরুত্বপূর্ণ বিষয়গুলির মীমাংসা হচ্ছে, ততদিন পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে সরকার। যদিও এই চুক্তিতে যুক্ত অন্য ১৫টি দেশই জানিয়েছে ২০২০ সালে এই বিশাল বাণিজ্য চুক্তিতে সই করার জন্য তারা প্রস্তুত। ইন্দো-চিন বাণিজ্যে ভারতের পক্ষে ৫০ বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে, এ পর্যায়ে চুক্তিতে স্বাক্ষর না করার জন্য এটিকেই প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।
অর্থনীতি প্রসঙ্গে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক্সিকিউটিভ এডিটর-ন্যাশনাল অ্যাফেয়ার্স পি বৈদ্যনাথন এবং ন্যাশনাল ওপিনিয়ন এডিটর বন্দিতা মিশ্রর সঙ্গে কথপোকথনে কেন্দ্রীয় অর্থমন্ত্রির বক্তব্য, "নির্বাচনের সময় অর্থনীতি বরাবরই গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি ভোটার দেখেছে অর্থনীতির উন্নতির জন্য সরকার যথাসম্ভব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতবর্ষের অর্থনীতির একটি নিজস্বতা রয়েছে। আপনি আমাদের দেশে ক্ষুদ্র-শিল্পের ভূমিকাকে সত্যিই হ্রাস করতে পারবেন না। ভারতের একটি বৃহৎ বাজার রয়েছে এবং সেটিকে তাই অন্য সংস্থাগুলির সঙ্গে তুলনা করা কঠিন। আমরা গতবার আমাদের লক্ষ্যে পৌঁছতে পারিনি, কিন্তু এবার সেই লক্ষ্যে পৌঁছবো।"
#ExpressAdda | We May have missed the bus last time but we won’t miss the bus now: @nsitharaman on the Modi Govt getting a huge mandate and deciding on reforms
মঙ্গলবার এক্সপ্রেস আড্ডায় ডিজিটাইজেশন নিয়ে নির্মলা সীতারমণ বলেন, "যদি ডিজিটাইজেশন চাকরি কেড়ে নেয় তবে পাশাপাশি এটি নতুন কাজও তৈরি করে দিচ্ছে। সেই কারণেই আজ অনেকগুলি শিল্প নিজেরাই নিজেদের পুনরুদ্ধার করছে। এটা অবশ্যই ভারতের বৃদ্ধিতেও সহায়তা করবে।" ব্যাঙ্কিং ইস্যু নিয়ে নির্মলা সীতারমণের মন্তব্য, "ইতিমধ্যেই আমানতকারীদের বিষয়ে আমরা তিনটি বৈঠক করে ফেলেছি। তাঁদের অর্থ যে নিরাপদ রয়েছে তা নিশ্চিত করতে এবং ব্যাঙ্কের ভূমিকা পালন নিয়ে সমবায় সংগঠনের দিকে নজর দেওয়ার মতো বিষয়েও কথা হয়েছে। প্রয়োজনে আমরা সংশোধন আনব।"