Advertisment

PM Modi: ‘চিকিৎসকদের শ্রমেই দেশের করোনা পরিস্থিতি স্থিতিশীল’, ডক্টরস ডে’র ‘মন কি বাত’ প্রধানমন্ত্রীর

PM Modi: তাঁর আশ্বাস, ‘চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।‘

author-image
IE Bangla Web Desk
New Update
Buddhas ideas more relevant now as humanity faces Covid-19 crisis says PM Modi

গুরু পূর্ণিমায় বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর।

করোনাকালে ব্যতিক্রমী পরিষেবা দিয়েছেন চিকিৎসকরা। পয়লা জুলাই চিকিৎসক দিবশ উপলক্ষ্যে এভাবেই চিকিৎসকদের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী। এদিন তিনি ১৩০ কোটি ভারতবাসীর তরফে স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান নরেন্দ্র মোদী। পাশাপাশি করোনাযুদ্ধে যে চিকিৎসকরা প্রাণ হারিয়েছেন এদিন তাঁদের প্রতিও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

Advertisment

তিনি বলেন, ‘গত এক-দেড় বছর চিকিৎসকদের পরিষেবা ব্যতিক্রমী। ১৩০ কোটি ভারতবাসীর হয়ে আমি তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চিকিৎসক, তাঁদের জ্ঞান ভারতকে সাহায্য করছে করোনার সঙ্গে লড়তে।‘ ডক্টরস ডে-তে চিকিৎসকদের বার্তা দিতে গিয়ে প্রধানমন্ত্রী দাবি করেন, ‘গত কয়েক বছরে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে কাজ করেছে কেন্দ্রীয় সরকার। প্রায় দ্বিগুণ বেড়েছে বাজেট বরাদ্দ। দেশের যে সকল প্রান্তে স্বাস্থ্যকাঠামো দুর্বল, সেই পরিকাঠামো উন্নয়নে আমরা ৫০ হাজার কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করেছি।‘

বর্তমান সময়ে আমাদের চিকিৎসকরা কোভিড প্রোটোকল তৈরি করে কার্যকর করছে। অনেক উন্নত দেশের থেকে আমাদের করোনা পরিস্থিতি অনেক স্থিতিশীল। এদিন এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। করোনাযোদ্ধা বিশেষ করে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনায় কড়া অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর আশ্বাস, ‘চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।‘

এদিকে, দেশের বিভিন্ন রাজ্যে কোথাও লকডাউন প্রত্যাহার করা হয়েছে, আবার কোথাউ তা শিথিল হয়েছে। আর তারপরই ফের দেশজুড়ে বাড়ল করোনা সংক্রমণের দৈনিক হার। পর পর তিন দিন একদিনে কোভিডে মৃত্যুর সংখ্যা হাজারের নীচে থাকলেও গত ২৪ ঘন্টায় তা বৃদ্ধি পেয়েছে। দৈনিক করোনায় মৃত্যুর হার ফের হাজার পেরিয়ে গিয়েছে। দেশজুড়ে তৃতীয় ঢেউ আসন্ন। তাই ফের সংক্রমণের ঊর্ধ্বগতি চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্যকর্তাদের।

গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৪৮ হাজার ৭৮৬ জন। বুধবার এই সংখ্যা ছিল প্রায় ৪৬ হাজার। স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুসারে একদিনে সুস্থতার সংখ্যা ৬১ হাজার ৫৮৮ জন। মারণ ভাইরাসে দৈনিক মৃত্যুর হার ফের হাজারের বেশি হয়েছে। গত ২৪ ঘন্টায় কোভিডে প্রাণ গিয়েছে ১,০০৫ জনের। তবে করোনার সক্রিয় রোগীর সংখ্যা নিম্নমুখী। বর্তমানে দেশে সক্রিয় কোভিড রোগী রয়েছেন ৫ লক্ষ ২৩ হাজার ২৫৭ জন।দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছে ৩ কোটি ৪ লক্ষ ১১ হাজার ৬৩৪ জন। মোট করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ৯৪ লক্ষ ৮৮ হাজার ৯১৮ জন। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ৯৯ হাজার ৪৫৯।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

narendra modi COVID-19 Corona India PM Modi
Advertisment