Advertisment

দিল্লির হাসপাতালে ভর্তি ওমিক্রন আক্রান্ত ৩৪ জনের ৩৩ জনই টিকা নিয়েছিলেন

উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ভাইরাসের এই নয়া প্রজাতি নিয়ে দেশজুড়ে আতঙ্ক বাড়ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
জোরাল ওমিক্রন থাবা, নতুন করে তিন রাজ্যে আক্রান্তের হদিশ, মোট সংখ্যা ১৭১ পার

প্রতীকী ছবি

ঘুম কাড়ছে ওমিক্রন। করোনার নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে দেশজুড়ে উদ্বেগ চরমে। ভ্যাকিসনের ডবল ডোজ নেওয়া থাকলেও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। দিল্লির লোকনায়ক হাসপাতালে ওমিক্রন আক্রান্ত ৩৪ জনের মধ্যে ৩৩ জনেরই করোনা টিকার দুটি ডোজ নেওয়া রয়েছে। তাঁদের মধ্যে দু'জন আবার বুস্টার ডোজও নিয়েছেন। স্বাস্থ্য দফতরের পদস্থ এক কর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে এই তথ্য জানিয়েছেন।

Advertisment

দিল্লির স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওমিক্রন আক্রান্ত প্রত্যেকেরই কয়েকটি উপসর্গ ছিল। সবারই হালকা জ্বর, গলা ব্যথা এবং শরীরে ব্যথার মতো হালকা লক্ষ্মণ ছিল। তবে তাঁদের কাউকেউ অক্সিজেন বা ভেন্টিলেটরে রাখার প্রয়োজন হয়নি।

লোকনায়ক হাসপাতালের অধিকর্তা ডা: সুরেশ কুমার বলেন, “এখনও পর্যন্ত ওমিক্রন আক্রান্ত ৩৪ জনের চিকিৎসা করেছি। যাঁদের মধ্যে ১৮ জনকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। আক্রান্তদের একজন ছাড়া সকলেই করোনার টিকা নিয়েছিলেন। যার অর্থ এই যে, ভাইরাসের এই নয়া স্ট্রেন ডাবল ডোজের টিকা নেওয়া ব্যক্তিদেরও সংক্রমিত করতে সক্ষম।” তিনি আরও জানিয়েছেন, ওমিক্রন আক্রান্ত দুই বিদেশ ফেরত যাত্রীর বুস্টার ডোজও নেওয়া ছিল।

ভারতে এখনও পর্যন্ত ওমিক্রন হানায় মৃত্যু বা রোগীর আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হচ্ছে এমন উদাহরণ মেলেনি। লোকনায়ক হাসপাতালের অধিকর্তা এবিষয়ে বলেন, “এখনও পর্যন্ত রোগীদের মধ্যে শুধুমাত্র হালকা লক্ষণ দেখেছি। তবে, এটি টিকা দেওয়ার কারণেও হতে পারে। যদি সংক্রমণটি গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করে, তবে ভয়ের কারণ থাকবে। কারণ এক্ষেত্রে যাঁরা টিকা নেননি তাঁদের গুরুতর লক্ষ্মণ দেখা দিতে পারে।”

আরও পড়ুন- ওমিক্রনে আতঙ্কে এই রাজ্যে নিষিদ্ধ বড়দিন এবং নিউ ইয়ার জমায়েত

তবে ওমিক্রন ইতিমধ্যেই গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে বলেও মনে করেন তিনি। দিল্লির এই হাসপাতালে ওমিক্রন হানায় কাবু তিনজনের বাইরে যাওয়ার কোনও ইতিহাস নেই। সুতরাং অন্যদের থেকেই তাঁরা সংক্রমিত হয়েছেন বলে মনে করা হচ্ছে।

Read full story in English

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন

delhi coronavirus Omicron
Advertisment