তিন বছরে ১৩ মহিলা নিখোঁজ! দেশজুড়ে হুলস্থূল পরিস্থিতি। সর্বাধিক সংখ্যক মহিলা নিখোঁজের ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে, সংসদে এমনই ভয়ঙ্কর তথ্য জানিয়েছে সরকার।
দেশ জুড়ে মাত্র তিন বছরে নিখোঁজ ১৩ লক্ষের বেশি মহিলা। নিখোঁজের এই বিস্ময়কর পরিসংখ্যান আপনাকে চমকে দিতে বাধ্য। সরকার ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে এই বিপুল মহিলা নিখোঁজের পরিসংখ্যান সংসদে উপস্থাপন করেছে এবং সরকার জানিয়েছে কোন রাজ্যে কতজন মহিলা নিখোঁজ হয়েছেন।
দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতি বছর হাজার হাজার মহিলা নিখোঁজ হচ্ছেন। কেউ জানেন না তারা কোথায়? কী করছেন। গত সপ্তাহে, এই সম্পর্কিত কিছু পরিসংখ্যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সংসদে উপস্থাপন করেছে, যা দেখে চমকে উঠেছেন সকলেই। সংসদে সরকার জানিয়েছে, ২০১৯- ২০২১ তিন বছরে সারা দেশে ১৩.১৩ লক্ষেরও বেশি মহিলা নিখোঁজ হয়েছেন।
তথ্য অনুযায়ী, ১৮ বছরের বেশি বয়সি মহিলার সংখ্যা ১০ লক্ষ ৬১ হাজার ৬৪৮ জন। অন্যদিকে ১৮ বছরের কম বয়সি তরুণীর সংখ্যা ২,৫১,৪৩০। নিখোঁজের বিচারে মধ্যপ্রদেশ রয়েছে প্রথমে। এর ঠিক পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। তালিকায় রয়েছে রাজধানী দিল্লির নামও।
দিল্লিতে ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে তিন বছরে ৬১,০৫৪ জন মহিলা এবং ২২,৯১৯ জন বালিকা নিখোঁজ হয়েছেন। জম্মু ও কাশ্মীরে্র ক্ষেত্রে এই সংখ্যা ৮৬১৭ জন মহিলা এবং ১১৪৮ জন বালিকা।
সরকার সংসদে বলেছে, সারাদেশে নারীদের নিরাপত্তার জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে যৌন অপরাধ রোধে আগের আইন সংশোধন করে আরও কঠোর করা হয়েছে। এর পাশাপাশি ১২ বছরের কম বয়সী মেয়েদের ধর্ষণের ঘটনায় দোষীদের মৃত্যুদণ্ডসহ আরও অনেক কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।