Advertisment

সেনাবাহিনীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর, মায়নামার থেকে দেশে ফেরানো হল ২০০-এর বেশি মেইতিকে

মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে জাতি-সংঘাতে ভুগছে এমন রাজ্যে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

author-image
IE Bangla Web Desk
New Update
200 Meiteis, metis manipur, Myanmar violence, CM N Biren Singh Manipur, Kukis, N Biren Singh twitter, Moreh town, manipur news

মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সীমান্ত শহর মণিপুর থেকে মাইনামারে আশ্রয় নেওয়া ২০০ জনেরও বেশি ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুক্রবার (১৮ আগস্ট) এক টুইট বার্তায় লিখেছেন, ‘২১২ জন ভারতীয় যারা ৩ মে জাতিগত হিংসা শুরু হওয়ার পরে মণিপুরের মোরেহ শহর থেকে প্রতিবেশী মায়ানমারে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন তাদের নিরাপদে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে’।

Advertisment

এন বীরেন সিং সেই সকল বাস্ত্যুচ্যুত লোকেদের ফিরিয়ে আনার জন্য ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। জানা গিয়েছে সকলেই মেইতি সম্প্রদায়ের। মুখ্যমন্ত্রী আরও বলেন, বাস্ত্যুচ্যুত লোকেদের ফিরিয়ে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য ভারতীয় সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ।

মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে অবস্থিত মোরেহ হিংসায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে একটি। মোরে কুকি, মেইতি এবং তামিলদের মিশ্র জনসংখ্যা রয়েছে। এখানে অন্যান্য সম্প্রদায়ের মানুষও রয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে জাতি-সংঘাতে ভুগছে এমন রাজ্যে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, মেইতি সম্প্রদায়ের জন্য তফসিলি উপজাতি (এসটি) মর্যাদার দাবির বিরুদ্ধে প্রতিবাদে আয়োজিত আদিবাসী সংহতি মিছিল চলাকালীন ৩ মে মণিপুরে হিংসা ছড়িয়ে পড়ে। সংবাদ সংস্থা পিটিআই- সূত্রে জানা গিয়েছে এ পর্যন্ত হিংসার ১৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন।

মণিপুরের মোট জনসংখ্যার মধ্যে, মেইতি সম্প্রদায়ের লোকের সংখ্যা প্রায় ৫৩ শতাংশ, যারা ইম্ফল উপত্যকায় বাস করে। যেখানে উপজাতীয় নাগা এবং কুকি সম্প্রদায় ৪০ শতাংশ এবং তারা বেশিরভাগই পার্বত্য জেলায় বাস করে।

Manipur
Advertisment