আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বের সকল দেশের কাছে সাহায্যের আবেদন জানান তালেবান প্রশাসন। শনিবার পশ্চিম আফগানিস্তানে ৬.৩ মাত্রার একজোড়া ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল হেরাট শহরের ৪০ কিলোমিটার (২৪.৮ মাইল) উত্তর-পশ্চিমে। এর পরে ৫.৫ মাত্রার একটি আফটারশক অনুভূত হয়েছে বলেই জানিয়েছে ইউএসজিএস।
আফগানিস্তানে ভূমিকম্পে বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পিটিআই-এর দেওয়া প্রতিবেদন অনুসারে, ভূমিকম্পের এখন পর্যন্ত ২০০০ মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। চলছে উদ্ধার অভিযান। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
শনিবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আফগানিস্তানের ন্যাশনাল ডিজাস্টার অথরিটি এ তথ্য জানিয়েছে। তালেবান মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা কয়েক হাজার।
আফগানিস্তানের ন্যাশনাল ডিজাস্টার অথরিটি সূত্রে জানা গিয়েছে ভূমিকম্প ও আফটারশকের কারণে হেরাট প্রদেশের বেশিরগ্রাম গ্রামের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউএসজিএস ওয়েবসাইটে পোস্ট করা একটি মানচিত্র এই অঞ্চলে সাতটি ভূমিকম্প চিহ্নিত করেছে। যার মধ্যে একটি ৫.৯ মাত্রার ভূমিকম্পও রয়েছে।
কম্পনের উৎসস্থল হেরাটের ৩৫ কিলোমিটার (২১.৭ মাইল) উত্তর এবং উত্তর-পশ্চিমে। একটি ৬.৩ মাত্রার ভূমিকম্প ৩৩ কিলোমিটার (২০.৫ মাইল) উত্তর এবং উত্তর-পূর্বে। ৬.৩ মাত্রার ভূমিকম্প ২৯ কিলোমিটার (১৮ মাইল) উত্তর-উত্তর-পূর্ব জিন্দাহ জান, যা হেরাত শহর থেকে প্রায় ৪৩ কিলোমিটার (২৬ মাইল) পশ্চিমে অনুভূত হয়েছে।
২০২২ সালের জুনে, এমনই এক শক্তিশালী ভূমিকম্পে পূর্ব আফগানিস্তানের একটি রুক্ষ, পার্বত্য অঞ্চলে, পাথর এবং কাদা-ইটের বাড়িগুলো ভেঙে পড়েছিল। ভূমিকম্পটি দুই দশকের মধ্যে আফগানিস্তানের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। সেই ভূমিকম্পে কমপক্ষে ১,০০০ মানুষ মারা গিয়েছেন। আহত হয়েছেন ১,৫০০ জনেরও বেশি।