Advertisment

মিউকরমাইকোসিসের ওষুধে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া! হাসপাতালে অসুস্থ ৭০ রোগী

Bkack Fungus: অন্য রোগীদেরও ইনজেকশন দেওয়া বন্ধ করে দেওয়া হয়। ৭০ জন রোগী এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
mucormycosis, black fungus

হাসপাতালে মারাত্মক ঘটনা

Mucormycosis: মিউকরমাইকোসিসে সংক্রামিত রোগীদের অ্যান্টি ফাঙ্গাল ইনফেকশন দেওয়ার পরই ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয়েছে। ঘটনাটি শনিবার হয়েছে মধ্যপ্রদেশের অন্তর্গত সাগরের বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজে (বিএমসি) ৷

Advertisment

এই ঘটনার পর অন্য রোগীদেরও ইনজেকশন দেওয়া বন্ধ করে দেওয়া হয়। ৭০ জন রোগী এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে। এই মারাত্মক সংক্রমণের চিকিৎসায় প্রয়োজনীয় অ্যান্টি-ফাংগাল ইনজেকশন ছিল না হাসপাতালে ৷ তবে শনিবার সরকারের কাছ থেকে যথেষ্ট পরিমাণে এই ইনজেকশন আসার পর তা রোগীদের দেওয়া হয় ৷ কিন্তু হঠাৎ রোগীরা বমি করতে শুরু করেন।

দু'দিন ধরে দুটি মেডিকেল কলেজে Amphotericin-B দেওয়ার জেরে এমন প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে।যদিও এখন রোগীরা স্থিতিশীল, এমটাই জানান হয়েছে। Amphotericin-B মিউকরমাইকোসিসে ব্যবহৃত একটি প্রধান অ্যান্টিফাঙ্গাল ড্রাগ।

৪২ জন রোগীর বমি বমিভাব শুরু হয়েছিল, হালকা জ্বর ও কাঁপুনি শুরু হয়েছিল। এদিকে, রাজ্যে ক্রমেই ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। আরজি কর ও এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও ৬ জন মিউকরমাইকোসিসে আক্রান্ত রোগীর হদিশ মিলল। ভর্তি রয়েছেন ৩ জন সন্দেহভাজন রোগীও।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mucormycosis
Advertisment