Advertisment

Tourism: আপনি টিকা নিয়েছেন? তাহলে কোয়ারান্টিন ছাড়াই এই দ্বীপ স্বছন্দে ঘুরতে পারবেন

Thai Tourism: সে দেশে নামার ২৪ ঘণ্টার মধ্যেই কোভিড পরীক্ষার রেজাল্ট পেয়ে যাচ্ছেন পর্যটকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Thai Tourism, Quarantine

কোয়ারান্টিন ছাড়াই এখন ঘোরা যাচ্ছে থাইল্যান্ড।

Thai Tourism During Corona: বাইরে থেকে এসে কোয়ারান্টিন ছাড়াই ঘুরতে পারবেন ফুকেটের সমুদ্র সৈকত। চোখের সামনে দেখতে পারবেন ভিটামিন ‘সি’, নীল জলরাশি এবং ফুরফুরে হওয়া। পর্যটকদের কাছে এভাবেই সুখবর পৌঁছে দিল থাই সরকার। জানা গিয়েছে, গত দেড় বছরে পর্যটনখাতে প্রায় ৫০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে থাইল্যান্ডের। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে টিকাগ্রহীতা পর্যটকদের জন্য বিশেষ এই ব্যবস্থা করেছে।

Advertisment

সে দেশে নামার ২৪ ঘণ্টার মধ্যেই কোভিড পরীক্ষার রেজাল্ট পেয়ে যাচ্ছেন পর্যটকরা। আর সেই রেজাল্ট হাতে নিয়েই ঘুরে দেখতে পারছেন ফুকেট, ব্যাঙ্কক, পাটায়া শহর। স্থানীয় এক হোটেলের স্যুইমিং পুলে গা ঠাণ্ডা করতে বসে থাকা এক ইজরায়েলি নাগরিক বলেন, ‘নিজের মন, মস্তিষ্ক ঠাণ্ডা এবং পরিষ্কার রাখার এটাই আদর্শ জায়গা।‘

এই ইজরায়েলিদের একটা দল টিকাগ্রহীতা হিসেবে থাইল্যান্ড ভ্রমণে এসেছেন। থাই সরকারের নেওয়া ‘ফুকেট স্যান্ডবক্স’ প্রকল্পের তাঁরাই প্রথম অংশ। হ্যাতে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফুকেট দ্বীপে স্বচ্ছন্দে ঘোরা যাচ্ছে। তবে রাস্তায় বা অন্য জনবহুল স্থানে গেলে পরতে হচ্ছে মাস্ক। হোটেল, রেস্তোরাঁ, ৩ স্টার-৫ স্টার হোটেলগুলো পর্যটকদের স্বাগত জানাতেও প্রস্তুত। কিন্তু ফুটপাথের হকারার বলছেন, ‘এই ব্যবস্থায় তাঁরা সন্তুষ্ট নয়। কারণ বেশিরভাগ পর্যটক হোটেল, রেস্তোরাঁ, পানশালার মতো বদ্ধ জায়গায় সময় কাটাচ্ছেন। রাস্তায় নামছেন খুব কম মানুষ।‘

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tourism Thailand Phuket Islands Vaccinated Tourist
Advertisment